রাজধানীর আগারগাঁওয়ের সড়কে অবস্থান নিয়ে আজ সোমবারও বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। তাঁরা আগারগাঁও মোড় অবরোধ করেছেন। এ কারণে আশপাশের সড়কগুলোয় তীব্র যানজট দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বেলা ১১টা থেকে আন্দোলনকারীরা আগারগাঁও মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীদের অনেকে সড়কের মাঝখানে শুয়ে পড়েন।
এ কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টায় প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক আটকে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ চলছিল।রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। ২৫ নভেম্বর, দুপুর পৌনে ১২টায় তোলা
আন্দোলনকারীদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে।
এর আগে গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর পর থেকে আন্দোলনে নামেন বিক্ষুব্ধ রিকশাচালকেরা।
গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ও মহাখালীতে সড়ক-রেলপথ অবরোধ করেন রিকশাচালকেরা। গতকাল রোববার রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ী ও জাতীয় প্রেসক্লাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার...
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল বলেছেন, সরকার বিদেশি কর্মী কোটার জন্য আবেদন পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে, তবে শুধুমাত্র নির্দিষ্ট খাত এবং উপখাতের জন্য।...
প্রবল বর্ষণের কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে ভারতের কাশ্মীর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজ্যের কিশতোয়ার জেলায় এই দুর্যোগে হঠাৎ নেমে আসা পানি ও...