আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি: জি এম কাদের

0
192
জি এম কাদের ছবি: সংগৃহীত

আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পর সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের এসব কথা বলেন।

সবকিছু খতিয়ে দেখে জাতীয় পার্টি নির্বাচনের বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেবে জানিয়ে জি এম কাদের বলেন, ‘আগামী নির্বাচনের আগে কতটুকু সমর্থ হলাম আমাদের সংগঠন গোছাতে, আমাদের রাজনীতির ওপর জনগণের আস্থা অর্জনে আমরা কতটুকু সমর্থ হলাম, সেগুলো খতিয়ে দেখে আমাদের সার্বিক সিদ্ধান্ত নিতে হবে।’

দেশের স্বাস্থ্যসেবা খাতের সমালোচনা করে জি এম কাদের বলেন, সবার জন্য সুচিকিৎসার ব্যবস্থা থাকবে, সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত হবে, এটা দেশের সাধারণ মানুষের বাঁচার জন্য অধিকার। দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রমের যে প্রসার ঘটেছে, তা মূলত উচ্চ শ্রেণির বা উচ্চতর শ্রেণির মানুষের জন্য। সাধারণ মানুষের জন্য তা অত্যন্ত ব্যয়বহুল। সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতালে সুচিকিৎসা তো দূরের কথা, সেখানে যথাযথ চিকিৎসাই পাওয়া যায় না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয়।

এর আগে লালমনিরহাট সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য জি এম কাদের বলেন, ‘আমি বা আমরা যখন বিরোধী দলের এমপি (সংসদ সদস্য) হিসেবে স্বাস্থ্যসেবার অপ্রতুলতার কথা, সমস্যার কথা, অনিয়ম ও দুর্নীতি নিয়ে জাতীয় সংসদে বা জনসভায় বক্তব্য দিই, তখন অনেক সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন বা স্বাস্থ্যমন্ত্রী মনে করেন, আমরা তাঁদের অহেতুক সমালোচনা করছি। জনগণের কাছে তাঁদের প্রশ্নবিদ্ধ করতে বা বিরোধী দলের এমপি হিসেবে এসব কথা বলছি। আসলে আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে জনগণের সমস্যার কথা তাদের হয়ে উপস্থাপন করা। আমরা সেটাই করি। এর মাধ্যমে এসব তথ্য-উপাত্ত মিডিয়ার (গণমাধ্যম) মাধ্যমে সরকারের নজরে আসে, সমাধানের পথ তৈরি হয়। সাধারণ মানুষের সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্যের অংশ, সেটা সবাইকে মনে রাখতে হবে।’

ওই সভয় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের সিভিল সার্জন নির্মলেন্দু রায়, লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রমজান আলী, সাবেক সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, সাবেক সিভিল সার্জন কাশেম আলী, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্যসচিব মো. জাহিদ হাসান, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.