আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: নুর

0
13

আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে তিনশ আসনেই প্রার্থী দেয়া হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (১ আগস্ট) রাজধানীর আগারগাঁও মঞ্জুরি কমিশন ভবনে জুলাইয়ের বীর জনতার স্মরণে গণসমাবেশে এ কথা বলেন তিনি

তিনি বলেন, নির্বাচনের নামে চাঁদাবাজি চলছে। নির্বাচন নিয়ে তাড়া নেই। নির্বাচনের সময় নির্বাচন হবে। আগে সংস্কার করতে হবে। অনেকের চেহারা ১১ মাসে পরিস্কার হয়েছে। ১৬ বছর কি করেছেন? আপসহীন নেতারা তখন শেখ হাসিনার কাছে স্যারেন্ডার করেছেন। গণঅভ্যুত্থানের পর অনেকের পেটের বদল হয়েছে, অফিসের বদল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী নির্বাচনে গণঅধিকারের পক্ষ থেকে তিনশ আসনেই প্রার্থী দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, যারা আধিপত্যবাদ জারি রাখতে চায় তারা নানা সংস্কারে রাজি নয়। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকে দলের মধ্যেও ফ্যাসিবাদি চরিত্র দেখা যাচ্ছে। তাদেরও প্রতিহত করা হবে। কয়েকদিন পরপর কয়েকজন লোক নিয়ে সড়ক বন্ধ করা হয়। এসব করে মানুষকে জিম্মি করা হচ্ছে।

নুর আরও বলেন, ৫ আগস্টের আগে জুলাই সনদ দিতে হবে। মানসিকতা, চরিত্র, রাজনীতি পরিবর্তন না হলে জুলাই চেতনা বাস্তবায়ন সম্ভব নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.