আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

0
189
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২০২২ সালে অলরাউন্ডারদের মধ্যে অন্যতম ধারাবাহিক ছিল মিরাজের পারফরম্যান্স।

২০২২ সালের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে গড়া একাদশে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুজন করে জায়গা পেয়েছেন। একজন করে আছেন বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ের। দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম। ক্রিকেট ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও দর্শকের ভোটে এই দল নির্বাচন করা হয়েছে।

গত বছর ১৫ ওয়ানডে খেলে ২৮.২০ এভারেজে মিরাজের শিকার ২৪ উইকেট। যেখানে সেরা পারফরম্যান্স ২৯ রানে ৪ উইকেট। এছাড়া ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন মিরাজ। এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে ব্যাট হাতে ৩৩০ রান করেছেন তিনি।

বর্ষসেরা ওয়ানডে একাদশ: বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জামপা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.