আইসিটি বিভাগের ৬ কর্মকর্তাকে দায়িত্ব পালনে মানা

0
25
আইসিটি বিভাগ

বিভিন্ন অভিযোগ তদন্তাধীন থাকায় আইসিটি বিভাগের ৬ কর্মকর্তাকে স্ব স্ব দায়িত্ব পালন হতে বিরত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) তথ্য-প্রযুক্তি বিভাগের উপসচিব মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও কোম্পানির ছয় কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে। এসব অভিযোগ তদন্তাধীন থাকায় তাদের স্ব স্ব দায়িত্ব পালন হতে বিরত রাখতে হবে।

তারা হলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টার ইনচার্জ ও ম্যানেজার (টেস্টিং) মোহাম্মদ সাইফুল আলম খান, অ্যাডমিনিস্ট্রেটর (ফায়ারওয়াল ও আইপিএস) রাজন দাস, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জেনারেশন সিস্টেম) এ কে এম লতিফুল কবির, ব্যবস্থাপক (লজিসটিকস) মো. ইকরামুল হক, ব্যবস্থাপক (ব্র্যান্ডিং ও মার্কেটিং) রনজিত কুমার এবং নিরাপত্তা কর্মকর্তা রুস্তম আলী।

চিঠিতে এই ছয় কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধও করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.