আইসিইউতে পরীমণির মেয়ে

0
19
পরীমণির মেয়ে ও ছেলে

আইসিইউতে ভর্তি পরীমণির মেয়ে৷ শুধু তার মেয়েই নয় পরীমণি ও তার ছেলে পদ্মও অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে।

সোমবার (১৮ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে পরীমণি জানান, আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট। আল্লাহ!

এরআগে, ছেলে পদ্মসহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

পরীমণি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর তার ছেলে পদ্মেরও জ্বর। তীব্র শ্বাসকষ্টের সমস্যার কারণে নির্দিষ্ট সময় পরপর পরীমণিকে নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক।

এ তথ্য উল্লেখ করে পরীমণির ঘনিষ্ঠজন বলেন, পরীমণির শ্বাসকষ্টের সমস্যা কমেছে। তবে তার এখন প্রচণ্ড জ্বর। চিকিৎসকরা ওষুধপত্র দিয়েছেন। শরীরে ব্যথাও আছে। চিকিৎসকের পরামর্শ, আরও কয়েকটা দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.