আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে বাজিমাত করলেন কারা

0
14
পুরস্কার হাতে বিক্রান্ত ম্যাসি ও কৃতি শ্যানন

গতকাল শনিবার রাতে ভারতের জয়পুরে বসেছিল আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসের আসর। এখানে স্ট্রিমিং হওয়া কনটেন্টগুলোকে পুরস্কার দেওয়া হয়েছে। খবর এনডিটিভির

অমর সিং চামকিলা ১৯৮০-এর দশক যেন নিজের করে নিয়েছিলেন। পাঞ্জাবের সাধারণ জনতাকে মাতিয়ে রেখেছিলেন মুখে মুখে বলা কামনা, বাসনার কথা গানে গানে তুলে ধরার মধ্য দিয়ে। যে গান অশ্লীলতার দায়ে দুষ্ট হয়েছিল।

পাঞ্জাবের লুধিয়ানার ডুগরি গ্রামে জন্ম নেওয়া অমর সিং ওরফে চামকিলার আসল নাম ধানি রাম। দলিত শিখ সম্প্রদায়ের চামকিলা বাজাতে পারতেন হারমোনিয়াম ও ঢোলক। টুম্বি নামের একধরনের বাদ্যযন্ত্র ছিল চামকিলার নিত্যসঙ্গী। ১৯৮৮ সালের ৮ মার্চ পাঞ্জাবের মেহসামপুরে একটি শো করতে গিয়ে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে শুরু হয় গুলিবর্ষণ।

‘চামকিলা’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল, তা এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। অমর সিং চামকিলাকে ‘পাঞ্জাবের এলভিস প্রিসলি’ বলা হতো। তাঁকে নিয়েই গত বছর নেটফ্লিক্সে মুক্তি পায় ইমতিয়াজ আলীর সিনেমা ‘চামকিলা’।

পুরস্কার হাতে ইমতিয়াজ আলী। আইফার ইনস্টাগ্রাম থেকে

ব্যাপক প্রশংসিত সিনেমাটি আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে পেয়েছে সেরা সিনেমার পুরস্কার, ইমতিয়াজ আলী হয়েছেন সেরা নির্মাতা।

একনজরে আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে পুরস্কারজয়ীরা-
সিনেমা
সেরা সিনেমা : ‘অমর সিং চামকিলা’
প্রধান চরিত্রে সেরা নারী অভিনয়শিল্পী : কৃতি শ্যানন, ‘দো পাত্তি’
প্রধান চরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী: বিক্রান্ত ম্যাসি, ‘সেক্টর ৩৬’
সেরা পরিচালক: ইমতিয়াজ আলী, ‘অমর সিং চামকিলা’

পুরস্কার হাতে কৃতি শ্যানন। আইফার ইনস্টাগ্রাম থেকে

পার্শ্ব চরিত্রে সেরা নারী অভিনয়শিল্পী: অনূপ্রিয়া গোয়েনকা, ‘বার্লিন’
পার্শ্ব চরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী: দীপক ডোব্রিয়াল, ‘সেক্টর ৩৬’
সেরা মৌলিক গল্প: কনিকা ঢিলো, ‘দো পাত্তি’

সেক্টর ৩৬’–এর জন্য সেরা অভিনেতা হয়েছেন বিক্রান্ত ম্যাসি। আইফার ইনস্টাগ্রাম থেকে

সিরিজ
সেরা সিরিজ: ‘পঞ্চায়েত ৩’
প্রধান চরিত্রে সেরা নারী অভিনয়শিল্পী: শ্রেয়া চৌধুরী, ‘বন্দিশ বান্ডিটস’

সিরিজ বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন শ্রেয়া চৌধুরী। আইফার ইনস্টাগ্রাম থেকে

গ্রাম থেকে

প্রধান চরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী: জিতেন্দ্র কুমার, ‘পঞ্চায়েত ৩’
সেরা পরিচালক: দীপক কুমার মিশ্র, ‘পঞ্চায়েত ৩’

জিতেন্দ্র কুমার। আইফার ইনস্টাগ্রাম থেকে

পার্শ্ব চরিত্রে সেরা নারী অভিনয়শিল্পী: সানজিদা শেখ, ‘হীরামন্ডি : দ্য ডায়মন্ড বাজার’
পার্শ্ব চরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী: ফয়সাল মালিক, ‘পঞ্চায়েত ৩’
সেরা মৌলিক গল্প: ‘কোটা ফ্যাক্টরি ৩’

মঞ্চে নোরা ফতেহি। আইফার ইনস্টাগ্রাম থেকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.