আইপিএলের বাজারে মূল্যহীন দেশি সিরিজ

0
133
চেমসফোর্ডে গতকাল ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়ক তামিম ইকবাল ও অ্যান্ডি বালবার্নি ক্রিকেট আয়ারল্যান্ড

বাংলাদেশের মানুষের আবেগের সঙ্গে মিশে গেছে ক্রিকেট। রাজনৈতিক বিভেদ ভুলে সবার কাছেই জাতীয় দলের খেলা উপভোগ্য। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সেই খেলাই কিনা দেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না।

যে দুটি টিভি চ্যানেল (গাজী টিভি ও টি-স্পোর্টস) নিয়মিত খেলা দেখায়, তারা জাতীয় দলের সিরিজ কেনেনি। বিকল্প যে চ্যানেলগুলো রয়েছে, তারাও আগ্রহ দেখায়নি। মূলত সিন্ডিকেট আর আইপিএলের ম্যাচ সম্প্রচার করে বেশি অর্থ পাওয়ায় জাতীয় দলের সিরিজের খেলা দেখাতে টিভি চ্যানেলগুলো রাজি হয়নি বলে অভিযোগ।

জাতীয় দলের অ্যাওয়ে সিরিজগুলো আগে থেকেই কিনে রেখেছে টোটাল স্পোর্টস। এই কোম্পানির স্বত্বাধিকারী মঈনুল ইসলামের সঙ্গে কনসোর্টিয়ামের কর্মকর্তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না অনেক দিন হলো। যে কারণে তাঁর কাছ থেকে সিরিজ কিনতে রাজি হয়নি দেশের টিভি চ্যানেল।

বাংলাদেশ-আয়ারল্যান্ডের তিন ম্যাচের সিরিজের জন্য বেশি টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয় টিভি চ্যানেলের পক্ষ থেকে। এ ব্যাপারে মঈনুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ অভিযোগের কোনো ভিত্তি নেই। কারও সঙ্গেই লিখিত যোগাযোগ হয়নি। মৌখিকভাবে দুটি চ্যানেলকে বলা হয়েছে খেলা দেখাতে আগ্রহী কিনা, তারা আজ (গতকাল) পর্যন্ত হ্যাঁ বা না বলেনি। দেখি, দেখছিতে থেমে রয়েছে। কত টাকা দিলে সিরিজটি দেখাতে পারবে– এ নিয়েও কোনো কথা হয়নি। বেশি টাকা চাওয়ার তো প্রশ্নই ওঠে না।’

এ নিয়ে টি-স্পোর্টসের বাণিজ্যিক বিভাগে যোগাযোগ করা হলে একজন বলেন, ‘বাংলাদেশের সিরিজ যে পরিমাণ টাকা দিয়ে কিনতে হবে, সে টাকা বাজার থেকে তোলা সম্ভব হবে না। তাই দেখাতে পারছি না।’

সম্পূরক এক প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, আইপিএলের কারণেই কি জাতীয় দলের সিরিজ দেখাচ্ছেন না? উত্তরে ওই কর্মকর্তা বলেন, ‘আইপিএলের কারণে স্লট নেই, তা নয়। দেশের খেলা আমাদের কাছে আগে। আসলে সিরিজটি কিনতে যে পরিমাণ টাকা লাগবে, বাজার থেকে তা তোলার সুযোগ নেই।’

এর আগেও জাতীয় দলের অ্যাওয়ে সিরিজের খেলা সম্প্রচার করেনি দেশি চ্যানেল। গতবছর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজটি পরে আইসিসি টিভিতে দেখা গেছে। এবারও আইসিসি টিভিতে খেলা দেখতে হবে দর্শকদের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.