আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি

0
71
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভা।

আসন্ন ভোটের পরিবেশ সুষ্ঠু করার পরিকল্পনায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক চলছে। আজ সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে করণীয় নির্ধারণ সংক্রান্ত এই সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। সভায় নির্বাচন কমিশনারগণ ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, র‍্যাপিড অ্যাকশন র‍্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড, এনএসআই, ডিজিএফআই’র মহাপরিচালক, এসবি’র অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যোগ দিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে একযোগে ভোট অনুষ্ঠিত হওয়ায় ও ভোটকেন্দ্র বেশি হওয়ায় এবার আইনশৃঙ্খলা রক্ষাকারীও বেশি মোতায়েন হতে পারে। এছাড়া নিরাপত্তা পরিকল্পনা নিতে হবে এখনই। এ বৈঠকের গুরুত্ব অনেক বেশি বলে মনে করছেন নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.