আইডি কার্ডই পোশাক শ্রমিকদের কারফিউ পাস

0
52
স্বাভাবিক সময়ের মতোই আজ (বুধবার) থেকে চলবে দেশের সব পোশাক কারখানা। ফাইল ছবি
দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হওয়ায় রফতানিমুখী তৈরি পোশাক খাতের সব কারখানা আজ (বুধবার) থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, কারফিউতে চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডই হবে কারফিউ পাস।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বরাতে এ তথ্য জানা গেছে। এছাড়া, মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পোশাক কারখানা খুলে দেয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডই কারফিউ পাস হিসেবে গণ্য হবে। স্বাভাবিক সময়ের মতোই চলবে এসব কারখানা। ঢাকা ও এর আশপাশের সব গার্মেন্টসের নিরাপত্তা নিশ্চিতে শিল্পপুলিশের বিশেষ ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন।
এদিকে, দেশব্যাপী চলমান কারফিউর বিষয়েও নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বিকেলে মন্ত্রী বলেন, বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া, বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।
 
এর আগে, কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রবি ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.