আইজিপি পদে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

0
57
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। মঙ্গলবার (৬ আগস্ট) এক প্রজ্ঞাপনে মাধ্যমে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, আবদুল্লাহ আল মামুনের সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার নিয়োগ বাতিল করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রসঙ্গত, সবশেষ গত ৫ জুলাই দ্বিতীয়বারের মতো আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার আগের চুক্তির ধারাবাহিকতায় ও একই শর্তে তাকে এই নিয়োগ প্রদান করা হয় বলে জানানো হয়। এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে দেড় বছরের চুক্তিতে জন্য পুনরায় আইজিপি পদে নিয়োগ দেয় সরকার।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তৎকালীন মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার। ওই বছরের ৩০ সেপ্টেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব নেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.