আইওসিকে নতুন সভাপতি, অলিম্পিকজয়ী কভেন্ট্রির ইতিহাস

0
10
আইওসির নতুন সভাপতি ক্রিস্টি কভেন্ট্রি।এএফপি

আগামী আট বছরের জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি। ৪১ বছর বয়সী এই জিম্বাবুইয়ান সাঁতারু আইওসির ১৩১ বছরের ইতিহাসে প্রথম নারী সভাপতি, প্রথম আফ্রিকানও।

আজ গ্রিসের কস্তা নাভারিনোয় আইওসির ১৪৪তম সভায় নতুন সভাপতি নির্বাচনে প্রার্থী ছিলেন ৭ জন। যাঁদের মধ্যে কভেন্ট্রি ও সেবাস্টিয়ান কোর মতো সাবেক ক্রীড়াবিদ যেমন ছিলেন, তেমনি রাজপরিবারের সদস্য, ব্যবসা, আইন ও রাজনীতি অঙ্গনের মানুষও ছিলেন।

আইওসি নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের পঞ্চাশ শতাংশের বেশি কেউ না পেলে দ্বিতীয় রাউন্ডে ভোট হয়। সে ক্ষেত্রে কম ভোট পাওয়া প্রার্থী দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েন। এভাবে কেউ অর্ধেকের বেশি সমর্থন না পাওয়া পর্যন্ত ভোটাভুটি চলতে থাকে।

তবে আজকের নির্বাচনে কভেন্ট্রি প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে যান প্রথম রাউন্ডেই। ৯৭ ভোটের মধ্যে ৪৯টিই পড়ে কভেন্ট্রির পক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ ভোট পান স্পেনের ক্রীড়া সংগঠক হুয়ান আন্তোনিও সামারা।

অন্যদের প্রাপ্ত ভোট ছিল যথাক্রমে সাবেক ক্রীড়াবিদ ও ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের সভাপতি সেবাস্তিয়ান কো ৮টি, ইন্টারন্যাশনাল সাইক্লিং ইউনিয়নের সভাপতি ও ফরাসি রাজনীতিবিদ ডেভিড লেপারটিয়েন্ট ৪টি, ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও জাপানি ব্যবসায়ী মোরিনারি ওয়াতানাবে ৪টি, ইন্টারন্যাশনাল স্কি ফেডারেশনের সভাপতি ও ব্রিটিশ–সুইডিশ পরিবেশবিদ জোহান ইলিয়াশ ২টি এবং জর্ডার রাজপরিবারের সদস্য প্রিন্স ফয়সাল আর হুসেইন ২টি।

কভেন্ট্রি আগামী ২৩ জুন অলিম্পিক দিবসে বর্তমান প্রধান টমাস বাখের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন। হারারেতে জন্ম নেওয়া কভেন্ট্রি ২০০৪ এথেন্স অলিম্পিকে একটি সোনাসহ ৩টি পদক জেতেন, ২০০৮ বেইজিং অলিম্পিকে একটি সোনাসহ চারটি পদক।

২০১৬ রিও অলিম্পিকের পর পুল থেকে অবসর নিয়ে রাজনীতিতে নামেন। ২০১৮ সাল থেকে জিম্বাবুয়ের যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.