স্মার্টফোন কোনো কারণে হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তা খুঁজে বের করার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল ট্র্যাক করা প্রয়োজন। গুগল ট্র্যাকিং পদ্ধতি সহজ করতে ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচার যুক্ত করেছে। হারিয়ে গেলে বা চুরি হলে অপশনটি ব্যবহার করা যায়। এক্ষেত্রে অপশনটি অবশ্যই চালু করে নিতে হবে। এজন্য প্রথমে স্মার্টফোনের সেটিংসে থাকা গুগল অ্যাপসের সার্ভিসেস অন দিস ডিভাইস অপশনে ক্লিক করলে ফাইন্ড মাই ডিভাইস অপশনটি খুঁজে পাওয়া যাবে। এ অপশনে ট্যাপ করলেই স্ক্রিন ভেসে উঠবে। সার্ভিসটি চালু আছে কিনা তা বোঝা যাবে।
সব প্ল্যাটফর্ম থেকে ফাইন্ড মাই ফোন ব্যবহার করা যায়। ফাইন্ড মাই ডিভাইস সেবাটি যেকোনো প্ল্যাটফর্ম থেকেই ব্যবহারযোগ্য। অন্য যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ফাইন্ড মাই ফোন অ্যাপ নামিয়ে নিতে হবে। অ্যাপের মধ্যেই ট্র্যাকিং সুবিধা বিদ্যমান। তা ছাড়া স্মার্টফোনের ব্রাউজার বা কম্পিউটারের ব্রাউজার থেকে সেবাটি নেওয়া যায়।