অস্থিতিশীল পরিবেশ তৈরি করা গাদ্দার চিনে রাখতে হবে: আসিফ

0
26
আসিফ আকবর

ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে দেশের ৯টি জেলার বিস্তীর্ণ জনপদের কয়েক লাখ মানুষ। বন্যাদুর্গতদের উদ্ধারে ইতোমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। সকলেই নিজ নিজ উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এদিকে তারকা মহল থেকেও অনেকেই বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন। 

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন। যেখানে তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাতে রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামের আহ্বান জানিয়েছেন।

পোস্টে আসিফ আকবর লিখেছেন, ‘পেট্রোল পাম্পের মালিক বলছে উদ্ধারকার্যে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি, অপারেটর বলছে নেট ফ্রি, শুকনো জায়গার মালিক আশ্রয় দিয়ে বলছে থাকা ফ্রি- সাধারণ মানুষ বলছে খাবার ভাগ করে খাবো। জেগে উঠেছে নতুন বাংলাদেশ। সারা দেশের মানুষের মাঝে আজ তৈরি হয়েছে এক অভূতপূর্ব ঐক্য। ৩৬ শে জুলাই স্বৈরাচারী দানবের বিদায়ের পর এই রাজনৈতিক বন্যাও মোকাবিলা করা হবে।’

আসিফ আরও লিখেছেন, ‘সাময়িক বিপর্যয়ও কেটে যাবে, তারপর ভেসে উঠবে ক্লেদমুক্ত নতুন বাংলাদেশ। সেনা ছাত্র জনতা-গড়ে তুলেছে একতা। জেগেছে রে জেগেছে, বাংলাদেশ জেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। অসুর বধের সময় এসেছে। এবারের সংগ্রাম, সার্বভৌমত্বের সংগ্রাম। ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাতে রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম।’

সব শেষে আসিফ লিখেছেন, ‘জনপ্রশাসন রাষ্ট্র চালাবে, পরাজিত শক্তি যেন বন্যার সুযোগে দেশে অশান্তি সৃষ্টি করতে না পারে। এই কঠিন সময়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা গাদ্দার চিনে রাখতে হবে। আসুন সবাই সাধ্যমতো এগিয়ে আসি বন্যার্তদের পাশে, না পারলে দোয়া করি যেন জাতি এই আজাব থেকে দ্রুত নিষ্কৃতি পায়। যে বাংলাদেশ জেগে উঠেছে, সেই বাংলাদেশ হারবে না ইনশাআল্লাহ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.