অস্ট্রেলিয়ার বিজ্ঞপ্তি, মাসে কাজ ১০ দিন, বছরে বেতন ২ লাখ ৪০,০০০ ডলার

0
193
ছবি: টুইটার থেকে নেওয়া

বিশ্বের অনেক নামীদামি প্রতিষ্ঠান সপ্তাহে চার দিনের কাজ ও তিন দিন ছুটি শুরু করেছে। এটা নিয়ে নানা আলোচনা আছে। তবে অস্ট্রেলিয়ার একটি সংস্থার চাকরির বিজ্ঞাপন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মাসভর চাকরি নয়, কাজ করতে হবে মাত্র ১০ দিন। বাকি দিন ছুটি। আর এ চাকরির বেতনের কথা শুনলে অবাক হতে পারেন অনেকে।

৪০তম বিসিএসের নন–ক্যাডারদের আর কত অপেক্ষা?

ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি সংস্থার চাকরির বিজ্ঞাপন রীতিমতো হইচই ফেলেছে নেটদুনিয়ায়। কারণ, মাত্র ১০ দিন কাজ করলেই দেওয়া হবে পুরো বেতন। বেতন আবার সামান্য কিছু নয়। বেতন বছরে ২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

ডাচ-বাংলা ব্যাংকে চাকরি, বয়স ৩৩ হলেও আবেদন

অস্ট্রেলিয়ার ওই সংস্থার চাকরির বিজ্ঞাপনের পর অনেকেই খোঁজ করতে শুরু করেছেন কীভাবে এ চাকরি পাওয়া যাবে। কিন্তু সবাই সে চাকরির আবেদন করতে পারবেন না। কারণ, সাধারণ কোনো পেশার জন্য নয় এটি। কেবল চিকিৎসকেরাই ওই চাকরি করতে পারবেন। চাকরিতে কিছু শর্তও আছে। চাকরিতে যোগ দেওয়ার জন্য যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি ডিগ্রি অর্জন করতে হবে। অন্য দেশের চিকিৎসকদের জন্য এ চাকরি নয়।

বিজ্ঞাপনে বলা হয়েছে, মাসে মাত্র ১০ দিন (শিফটে) কাজ করতে হবে নির্দিষ্ট চিকিৎসককে। বাকি ২০ দিন তাঁরা নিজেদের মতো করে ছুটি কাটাতে পারবেন। ছুটিতে ঘোরাঘুরি, সাঁতার ও সার্ফিং করে বেড়াতে পারবেন চিকিৎসকেরা। প্রতি মাসে আবার ১০ দিন কাজ করবেন। এভাবেই বছর শেষে ২ লাখ ৪০ হাজার ডলার বেতন হিসেবে ঢুকবে অ্যাকাউন্টে। টানা এক বছরের জন্য কাজের চুক্তি আগে থেকেই করে রাখতে হবে। এর মাঝে চাকরি ছাড়ার সুযোগ থাকবে না। এই শর্ত মেনে কেউ যদি চুক্তিবদ্ধ হন, তাহলে সে সময় তাঁকে বোনাস হিসেবে আরও পাঁচ হাজার ডলার দেওয়া হবে।

বিজ্ঞাপন নিয়ে মাতামাতির মধ্যে আছে সমালোচনাও। অনেকেই আপত্তি জানিয়েছেন। তাঁদের মতে, এমন চাকরিতে কাজের প্রতি বিরূপ মনোভাব তৈরি হতে পারে। আবার অনেকে মনে করেছেন বেতন হিসেবে যা দেওয়া হচ্ছে, তা একেবারেই পর্যাপ্ত নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.