অস্ট্রেলিয়াকে হারিয়ে সুইডেনের চারে চার

নারী বিশ্বকাপ

0
139
ফাইনালে উঠতে না পারলেও তৃতীয় হওয়ার সান্ত্বনা নিতে পেরেছে সুইডেনের মেয়েরা, ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে গিয়েছিল আগেই। এবার তৃতীয় হওয়ার সান্ত্বনার পুরস্কারও পায়নি দলটি। ফিফা নারী বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরেছে অস্ট্রেলিয়ার মেয়েরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা সুইডেন এ নিয়ে চারবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে চারবারই তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করেছে। এর আগে ১৯৯১, ২০১১ ও ২০১৯ আসরে তৃতীয় হয়েছিল তারা।

সুইডেন এবারের আগেই সেমিফাইনাল খেলেছে মোট চারবার। ২০০৩ আসরে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ ছিল স্পেন। কিন্তু প্রথমবার শেষ চারে ওঠা দলটির কাছে ২-১ গোলে হেরে যায় তারা। অপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এই ম্যাচে স্বাগতিকেরা হেরে যায় ৩-১ গোলে।

তৃতীয় স্থান নির্ধারণীতে সুইডেনের সঙ্গে পেরে ওঠেনি অস্ট্রেলিয়া, ছবি: এএফপি

ফাইনালের স্বপ্নভঙ্গ হওয়া দুই দল আজ নেমেছিল তৃতীয় স্থানের জন্য। সুইডেনের খেলায় আধিপত্য ছিল স্পষ্ট। ম্যাচের ৩০ মিনিটে ফ্রিডোলিনা রোলফোর পেনাল্টিতে এগিয়ে যায় সুইডেন। ৬২ মিনিটে পরের গোলটি করেন অধিনায়ক কোসোভারে অ্যাসলানি।

অস্ট্রেলিয়া বিশ্বকাপ শেষ করেছে চতুর্থ হয়ে
অস্ট্রেলিয়া বিশ্বকাপ শেষ করেছে চতুর্থ হয়ে, ছবি: এএফপি

সুইডেনের দুই গোলের বিপরীতে অস্ট্রেলিয়ার প্রাপ্তি কয়েকটি ভালো আক্রমণ। এর মধ্যে প্রথমার্ধের যোগ করা সময়ের ৬ এবং ম্যাচের ৭০ মিনিটে স্যাম কারের দুটি সম্ভাবনাময়ী গোলের শট সুইডিশ গোলরক্ষক মুসোভিচ দারুণ দক্ষতায় রুখে দিলে গোলহীনই থাকতে হয় অস্ট্রেলিয়াকে।

বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে আগামীকাল স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.