অস্ট্রেলিয়ায় চাইল্ড কেয়ার কর্মীর বিরুদ্ধে ৬০ শিশুকে ধর্ষণের অভিযোগ

0
28
অ্যাশলি পল গ্রিফিথ

অস্ট্রেলিয়ায় ২০ বছরের-ও বেশি সময় ধরে কয়েক ডজন শিশুকে ধর্ষণ ও যৌন নির্যাতনের জন্য একজন প্রাক্তন চাইল্ড কেয়ার কর্মীকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি আদালত সোমবার (২ সেপ্টেম্বর) শুরু হয় শুনানি। আসামি ৪৬ বছর বয়সী অ্যাশলি পল গ্রিফিথ। গত ২০০৩ থেকে ২০২২ সালের মধ্যে ব্রিসবেন ও ইতালির চাইল্ড কেয়ার সেন্টারে মোট ৩০৭টি অপরাধ করার কথা স্বীকার করেছেন।

আদালত আসামি গ্রিফিথ স্বীকার করেন যে, তিনি যেসব শিশুকে ধর্ষণ ও যৌন নির্যাতন করেছেন, তাদের বেশিরভাগের বয়স-ই ১২ বছরের কম। আদালতে বিচারকের সহযোগী তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ পড়তে সময় নেন দুই ঘণ্টা।

এদিকে, পুলিশ এর আগে গ্রিফিথকে অস্ট্রেলিয়ার সবচেয়ে খারাপ ‘পেডোফাইল’-দের একজন বলে বর্ণনা করেছে। যে ব্যক্তি শিশুদের প্রতি আকর্ষণবোধ করেন, তাদের পেডোফাইল বলা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.