অস্কারে সেরা সিনেমার পুরস্কার জিতেছে যে ছবি

0
202
সিনেমার দৃশ্য, ফেসবুক থেকে

বাংলাদেশ সময় আজ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়।
এবারের আসরে ১১ শাখায় মনোনয়ন পাওয়া যুক্তরাষ্ট্রের সিনেমাটি যে বাজিমাত করবে, তা অনেকটা অনুমিতই ছিল।

সিনেমাটি পরিচালনা করেছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট

সিনেমাটি পরিচালনা করেছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট
ছবি: রয়টার্স

সেরা সিনেমার লড়াইয়ে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘দ্য বানশিজ অব ইনশেরিন’, ‘এলভিস’, ‘দ্য ফ্যাবেলম্যানস’, ‘টার’, ‘টপ গান: ম্যাভেরিক’, ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’, ‘ওমেন টকিং’-এর মতো সিনেমাকে পেছনে ফেলেছে ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’।

সেরা সিনেমা ছাড়াও ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’–এর পরিচালক ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। সিনেমার প্রধান অভিনেত্রী মিশেল ইয়ো পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এবারের আসরে মোট ৭ শাখায় পুরস্কার পেয়েছে সিনেমাটি।

চলচ্চিত্রের সবচেয়ে বড় এ আসরে ২৩টি শাখায় পুরস্কার ঘোষণা করা হবে; অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জিমি কিমেল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.