জঁ পল গলটিয়ে ব্র্যান্ডের বসন্ত ও গ্রীষ্মের ২০০৮ সালের সংগ্রহ থেকে একটি গাউন পরে এসেছিলেন মডেল কেন্ডাল জেনার। ২০০৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার নেওয়ার সময় এই গাউনই পরেছিলেন মারিয় কোতিয়া। তবে পোশাকের নকশা এক থাকলেও রং বদলে চকচকে সোনালী ব্রোঞ্জকে বেছে নিয়েছেন কেন্ডাল। গয়না ছাড়াই সাজটি সম্পন্ন করেছিলেন তিনি।
অস্কারের ৯৫তম আসরের অতিথিদের ভিনটেজ পোশাক, অন্য অনুষ্ঠানে পরা পোশাক, ভাড়া করা গাউন, ফ্যাশন হাউসের আর্কাইভ থেকে সংগ্রহ করা পোশাক, প্রাকৃতিক উত্স থেকে প্রাপ্ত কাপড় ইত্যাদির দিকে যেতে উৎসাহিত করা হয়েছিল।
লালগালিচায় পরিবেশ-সচেতন ফ্যাশন আনতে ২০০৯ সাল থেকে টেনসেলের মতো সংস্থাগুলোর সঙ্গে অংশীদারত্বে কাজ করছে রেড কার্পেট গ্রিন ড্রেস (আরসিজিডি)। টেকসই বিষয়ে বিভ্রান্তি দূর করতে নির্দেশিকা তৈরি করা হয়েছে, যে কেউ সেটা অনুসরণ করতে পারবেন।