অশ্লীল’ অঙ্গভঙ্গি করেও পার পাচ্ছেন রোনালদো

0
172
ছবি: গোল ডটকম

সৌদি প্রো লিগে আল হিলালের বিপক্ষে ২-০ গোলে হেরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। ওই ম্যাচে ‘রেসলিং স্টাইলে’ ফাউল করে হলুদ কার্ড দেখেন সিআরসেভেন। এরপর দ্বিতীয়ার্ধে ‘মেসি, মেসি স্লোগান’ ওঠায় তার বিরুদ্ধে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে।

রোনালদোর ওই অঙ্গভঙ্গিকে সৌদি আরবের নীতি-নৈতিকতার পরিপন্থি উল্লেখ করে একদল ভক্ত তাকে প্রো লিগ থেকে বহিষ্কারের দাবি করেছেন। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে অশোভন আচরণের জন্য শাস্তি পেতে হচ্ছে না।

সৌদি ফুটবল অ্যাসোসিয়েশনের ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি আল নাসরকে ১৫ হাজার রিয়াল জরিমানা করেছে। যা রোনালদোর ওই আচরণের জন্য নয়। বরং ম্যাচের দ্বিতীয়ার্ধে আল নাসর দেরি করে মাঠে প্রবেশ করায় ওই সাজা দেওয়া হয়েছে।

সৌদি ফুটবল কর্তৃপক্ষ ম্যাচটি রিভিউ করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া রোনালদোর অশোভন ইঙ্গিতের অভিযোগ এড়িয়ে গেছে। বিষয়টি নিয়ে আল নাসর কর্তৃপক্ষ জানিয়েছে, রোনালদো কোন অশ্লীল অঙ্গভঙ্গি করেননি। ম্যাচের দ্বিতীয়ার্ধে সংবেদনশীল স্থানে ব্যথা পাওয়ায় (ইনজুরি) রোনালদো ওমনটা করেন।

আল নাসর জোর দিয়ে বলেছে, রোনালদোর ব্যথা পাওয়ার বিষয়টিই সঠিক। ভক্তদের দাবির প্রেক্ষিতে মৌসুমে ২০০ মিলিয়ন ডলার বেতনে সৌদি লিগে আনা রোনালদোর বিষয়ে ক্লাবটি বলেছে, ভক্তরা যা খুশি ভাবতে পারে, এ বিষয়ে তারা উন্মুক্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.