যে কারণে নিষিদ্ধ এই পাকিস্তানি ধারাবাহিক

0
95
টিভি ধারাবাহিক ‘হাদসা’—এর পোস্টার, ছবি: ইনস্টাগ্রাম

পাকিস্তানি টিভি ধারাবাহিক ‘হাদসা’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মধ্যে ধারাবাহিকটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে ‘দ্য পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি’(পেমরা)। গতকাল বুধববার এ ঘোষণা দিয়েছে পেমরা। খবর দ্য ডনের।

২১ আগস্ট থেকে জিও টেলিভিশনে প্রচারে এসেছে ‘হাদসা’। তাসকিন নামের এক নারীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এ ধারাবাহিকের গল্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিযোগ করেন, ধারাবাহিকটির কাহিনির সঙ্গে ২০২০ সালে পাকিস্তানে এক ফরাসি নারীকে দলবদ্ধ ধর্ষণকাণ্ডের মিল রয়েছে।

পাকিস্তানি সাংবাদিক ফারিহা এম ইদ্রিস জানান, সেই নারীর সঙ্গে কথা হয়েছে তাঁর। তিনি ধারাবাহিকটি দেখে মানসিক আঘাত পেয়েছেন। সেই নারীর কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।

টিভি ধারাবাহিক ‘হাদসা’—এর দৃশ্য
টিভি ধারাবাহিক ‘হাদসা’—এর দৃশ্য, ছবি: ইনস্টাগ্রাম

সেই ভুক্তভোগী নারীর সঙ্গে আলোচনা করে দ্য পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিতে লিখিত অভিযোগ করেছেন আইনজীবী মুহাম্মদ আহমেদ পানসোতা। অভিযোগ আমলে নিয়ে দ্য পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি পেমরা অধ্যাদেশ, ২০০২-এর ২৭ ধারা অনুযায়ী ধারাবাহিকটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

পেমরার ভাষ্যে, ‘ধারাবাহিকের গল্প সঠিক নয়, এটা দিয়ে পাকিস্তানের প্রকৃত চিত্র উঠে আসেনি।’

তবে ধারাবাহিকের প্রযোজক ও পরিচালক ওজাহাত রউফ ও অভিনেত্রী হাদিকা কিয়ানি অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, এটি সেই ফরাসি নারীকে নিয়ে নির্মিত হয়নি। ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন হাদিকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.