অলরাউন্ডারের রাজত্ব এখন রাজার

0
16

প্রথমবারের মতো ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন সিকান্দার রাজা। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব পেলেন জিম্বাবুয়ের এই তারকা ক্রিকেটার।

হালনাগাদ হওয়া আইসিসির সবশেষ র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে– ৩০২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন রাজা। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে দুই ফিফটিতে ১৫১ রান করেছেন। গড় ও স্ট্রাইকরেট ১৫১ ও ১০৬.৩৩। সিরিজে একটা উইকেটও শিকার করেন তিনি।

রাজা দুই ধাপ এগোনোয় পিছিয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি। ২৯৬ ও ২৯২ রেটিং পয়েন্ট নিয়ে দুই ও তিনে যথাক্রমে তারা। এই তালিকার চারে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (২৪৯)।

এদিকে, বোলারদের র‍্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছেন দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তার রেটিং পয়েন্ট ৬৯০। এক ধাপ নিচে নামা মাহেশ থিকসানার চেয়ে ৩১ পয়েন্ট বেশি মহারাজের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.