দাগ থেকে যদি ভালো কিছু হয়, তবে দাগই ভালো!
এমন মনোভাব থেকেই আইপিএলে প্রতিটি ম্যাচে মাঠের পাশে একটি গাড়ি রেখে দেয় টুর্নামেন্টের অন্যতম এক স্পনসর প্রতিষ্ঠান। ‘ছক্কা হয়ে উড়ে আসা বলের আঘাতে ভেঙে যাক গাড়ির কাচ’—মনেপ্রাণে এই চাওয়াই ছিল তাদের, সেই চাওয়া পূরণ হয়েছে। গতকাল এক ছক্কায় ভেঙেছে গাড়ির কাচ। লক্ষ্ণৌর একানায় সেই ‘দুর্ঘটনা’য় নিশ্চিত হয়েছে, স্পনসর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে বেরিয়ে যাচ্ছে ৫ লাখ টাকা। ভারতের অনগ্রসর কোনো গ্রামে ৫ লাখ রুপির ক্রিকেট সরঞ্জাম দেবে প্রতিষ্ঠানটি।
পরশু অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে ৫ লাখ রুপি দামের সেই ছক্কা মেরেছেন সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার অভিষেক শর্মা। হায়দরাবাদ ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেসার ভুবনেশ্বর কুমারের করা একটু শর্ট লেংথের বলটিকে পুল করে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে সীমানাছাড়া করেন ভারতীয় ওপেনার। বলটি আছড়ে পড়ে গ্যালারির ঠিক পাশেই সাজানো মঞ্চে রাখা গাড়িটির উইন্ডশিল্ডে, মুহূর্তেই চুরমার সেটি।
আর তাতেই ৬ রান থেকে ৫ লাখ রুপি হয়ে যায় ছক্কাটির মূল্য। এত টাকার ক্রিকেট সরঞ্জাম কারা পাবে, সেটি পরে ঠিক করা হবে।
ভারতীয় ক্রিকেটে গাড়ির কাচ ভাঙার ঘটনা নতুন কিছু নয়। গত বছর মেয়েদের প্রিমিয়ার লিগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অস্ট্রেলীয় তারকা এলিস পেরি ভেঙেছিলেন স্পনসর প্রতিষ্ঠানের গাড়ির কাচ।
পেরি আর অভিষেক ছক্কা মেরে গাড়ির কাচ ভেঙে নিজেরা জরিমানা দেননি। তবে আসিফ আলী ও কেভিন ও’ব্রায়েনকে ছক্কা মেরে কাচ ভেঙে আক্কেলসেলামি দিতে হয়েছিল। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের স্থানীয় ক্রিকেটে ছক্কা মেরে আসিফ ও ও’ব্রায়েন ভেঙে ফেলেছিলেন মাঠের পাশে দাঁড় করিয়ে রাখা নিজেদের গাড়ির কাচই!