সিলেটের উইকেট কেমন, বৃষ্টির সম্ভাবনা কতটুকু

0
125
প্রথম টি-২০ ম্যাচের আগে অনুশীলনে লিটন-শামীমরা

সিলেট দেশের সবচেয়ে বৃষ্টিপ্রবণ অঞ্চল। তারপরও ভরা বর্ষাকালে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ রাখা হয়েছে সিলেট। শুক্রবার সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান।

বৃষ্টির চোখ রাঙানি থাকতেও কেন সিলেটে সিরিজ হচ্ছে এই প্রশ্নের মধ্যে আছে উইকেট সম্পর্কে ধারণা। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট ব্যাটিং সহায়ক বা স্পোর্টিং উইকেটে খেলে বড় রান তোলার ধারায় থাকতে চায়।

সিলেটের উইকেট আবার দারুণ ব্যাটিং বান্ধব। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ৩৩৮ ও দ্বিতীয়টিতে তোলে ৩৪৯ রান। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে তিন ম্যাচের সিরিজের তিনটিতেই প্রথম ইনিংসে রান ছিল তিনশ’র ওপরে।

আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজেও রান ওঠার সম্ভাবনা বেশি। যদিও বৃষ্টির কারণে উইকেট কিছুটা নিচু হতে পারে। তবে বুঝে খেললে রান হওয়ার সম্ভাবনাই বেশি।

রানের আশায় সিলেটে গেলেও বৃষ্টি অবশ্য ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে। শুক্রবারও ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, সিলেটের আকাশ মেঘলা। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়। তখনও মেঘলাই থাকবে বলে আবহাওয়া পূর্বাভাস থেকে জানা গেছে। রাত ন’টার দিকে ঝড়ো হাওয়াসহ হতে পারে বৃষ্টি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.