অভিষেকটা স্বপ্নের মতো হয়েছে পেসার অসি পেসার জাভিয়ের বার্টলেটের। অভিষেক ওয়ানডে ম্যাচেই দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট শিকার করেছেন। তার বোলিং তোপে সিরিজের প্রথম ম্যাচে ২৩১ রানে আটকে যায় ক্যারিবীয়রা। জবাবে ক্যামেরন গ্রিন ও স্টিভেন স্মিথের ব্যাটে ভর করে ৬৯ বল হাতে রেখে ৮ উইকেটে প্রথম ওয়ানডে জিতেছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
শুক্রবার মেলবোর্নে ২৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার ট্রাভিস হেড। দ্বিতীয় উইকেটে জস ইংলিস ও গ্রিন মিলে যোগ করেন ৭৯ রান। ইংলিস ৪৩ বলে ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলে ফিরে গেলেও বাকি কাজটা বেশ ভালোভাবে পালন করেছেন গ্রিন ও অধিনায়ক স্মিথ। দুজনের অবিচ্ছিন্ন ১৪৯ রানের জুটিতে বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। গ্রিন ১০৪ বলে ৭৭ ও স্মিথ ৭৯ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। আর তাতেই প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে অজিরা।
এর আগে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় অসি দল। ম্যাচের দ্বিতীয় ওভারেই ওপেনার জাস্টিন গ্রেভসকে বোল্ড করেন জাভিয়ের বার্টলেট। নিজের পরের ওভারেই আরেক ক্যারিবীয় ওপেনার অ্যালিক অ্যাথানজেকেও শিকার করেন বার্টলেট। ১৭ রানে দুই উইকেট হারানোর পর দলীয় ৩৭ রানে অধিনায়ক শাই হোপকেও হারায় ওয়েস্ট ইন্ডিজ। তাকেও শিকার করেন ২৫ বছর বয়সী এই পেসার।
৫৯ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কেভব হজকে শিকার করেন ক্যামেরন গ্রিন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের মধ্যে ক্যাসি কার্টি ও রোস্টন চেজ ছাড়া বাকিদের কেউ সুবিধা করতে পারেনি। কার্টি ১০৮ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৮৮ রান করেন। আর চেজ ৭ চারে করেন ৫৯ রান। এছাড়া হেইডেন ওয়ালশ ২০ ও ম্যাথিউ ফোর্ড ১৯ রান করেন। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ২৩১ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ।
অভিষিক্ত বার্টলেট ৯ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ম্যাচসেরাও তিনি। অভিষেক করা আরেক পেসার মরিস ১০ ওভার বল করেও কোন উইকেট পাননি। শন অ্যাবট ও ক্যামেরন গ্রিন নেন দুটি করে উইকেট।