
ইউরোপীয় ক্লাব ফুটবলে শীর্ষ পাঁচ লিগে মৌসুম হয়েছে গতকাল। ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি ‘আ’, স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ আঁ–তে এবার চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে লিভারপুল, নাপোলি, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও পিএসজি।
এর বাইরে এই দেশগুলোর অন্য প্রতিযোগিতাগুলোতেও এবার চমকে যাওয়ার মতো এবং অপ্রত্যাশিত অনেক ঘটনা ঘটেছে। আবার দারুণ সব কীর্তির সাক্ষী হয়েও থাকবে এই মৌসুমটা।
ইউরোপের ফুটবলে সদ্য শেষ হওয়া মৌসুমের অঘটন-ঘটন আর কীর্তি নিয়ে এই আয়োজন—
সিটি ও গার্দিওলার শিরোপাশূন্য মৌসুম

দুই মৌসুম আগেই ট্রেবল জিতেছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থবারের মতো শিরোপা জিতেছিল গত মৌসুমে। সেই সিটি এবার শিরোপাশূন্য থেকে মৌসুম শেষ করেছে। সিটিজেনরা সর্বশেষ শিরোপা ছাড়া কাটিয়েছিল ২০১৬–১৭ মৌসুমে। দলটির কোচ হিসেবে সেটি ছিল পেপ গার্দিওলার প্রথম মৌসুম। কোচিং ক্যারিয়ারে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার শিরোপাশূন্য মৌসুম কাটালেন গার্দিওলা। অবশ্য সিটি ২০২৪–২৫ মৌসুমের শুরুতে কমিউনিটি শিল্ড জিতেছে। কিন্তু ওটা যেহেতু একটি ম্যাচ, তাই সেটিকে বড় ট্রফি হিসেবে বিবেচনা করা হয় না।
ক্রিস্টাল প্যালেসের প্রথম শিরোপা
এবারের ইংলিশ ফুটবল মৌসুমে নিঃসন্দেহে বড় ঘটনা ক্রিস্টাল প্যালেসের এফএ কাপ জয়। লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে গত ১৭ মের ফাইনালে গার্দিওলার সিটিকে ১–০ গোলে হারিয়ে বিশ্বের প্রাচীনতম এই ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস। লন্ডনের এই ক্লাবটির ১১৯ বছরের ইতিহাসে এটিই প্রথম বড় শিরোপা।
৭০ বছর পর নিউক্যাসল
লিভারপুলকে ২–১ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপ (কারাবাও কাপ নামে পরিচিত) জিতেছে নিউক্যাসল, যা গত ৭০ বছরের মধ্যে দলটির প্রথম বড় শিরোপা। লিগের কাপের আগে সর্বশেষ ১৯৫৫ সালে এফএ জিতেছিল তারা।
বোলোনিয়ার ৫১ বছরের অপেক্ষার অবসান

সাম্প্রতিক সময়ে ইতালিয়ান ক্লাব ফুটবলে বোলোনিয়ার উত্থান চোখে পড়ার মতো। পাঁচ যুগ পর দলটি এবারের মৌসুমেই চ্যাম্পিয়নস লিগে খেলেছে। সেখানে ভালো করতে না পারলেও কোপা ইতালিয়ায় চমক দেখিয়েছে। রোমের অলিম্পিক স্টেডিয়ামে গত ১৪ মের ফাইনালে এসি মিলান ১–০ গোলে হারিয়েছে বোলোনিয়া, যা ৫১ বছরের মধ্যে ক্লাবটির প্রথম বড় শিরোপা। এর আগে বোলোনিয়া সর্বশেষ ট্রফি জিতেছিল ১৯৬৪ সালে। সেবার তারা সিরি ‘আ’–তে চ্যাম্পিয়ন হয়েছিল।
অভিষেকেই বাজিমাত
বিস্ময়করই বটে! এবার শীর্ষ পাঁচ লিগ জেতা কোচদের চারজনেরই বর্তমান ক্লাবে অভিষেক হয়েছে। লিভারপুলকে প্রিমিয়ার লিগ, বার্সেলোনাকে লা লিগা, নাপোলিকে সিরি ‘আ’ এবং বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগার শিরোপা এনে দিয়েছেন আর্নে স্লট, হান্সি ফ্লিক, আন্তোনিও কন্তে এবং ভিনসেন্ট কোম্পানি।
অন্যদিকে খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমে কিলিয়ান এমবাপ্পে লা লিগা চ্যাম্পিয়ন হতে না পারলেও সর্বোচ্চ ৩১ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নিয়েছেন।
অবশেষে হ্যারি কেইন
শীর্ষ পর্যায়ে ১৬ বছরের ক্যারিয়ার। তবে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন ক্যারিয়ারের প্রথম শিরোপাটা জিতেছেন এই মৌসুমে। ২০২৩ সালে টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে নাম লেখানোর পর প্রথম মৌসুম শিরোপাশূন্য থাকতে হয়েছে। তাঁকে ‘অভিশপ্ত ফুটবলার’ও বলতে শুরু করেছিলেন অনেকে। তবে এবার বুন্দেসলিগায় বায়ার্ন চ্যাম্পিয়ন হওয়ায় কেটেছে কেইনের সেই ‘অভিশাপ’।
গেরো খুলেছে টটেনহামের
হ্যারি কেইনের প্রথম ট্রফি জেতার মৌসুমেই ১৭ বছরের গেরো খুলেছে তাঁর সাবেক ক্লাব টটেনহাম। বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে গত ২১ মে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা–উৎসবে মেতেছে লন্ডনের ক্লাবটি। এর আগে টটেনহাম সর্বশেষ ট্রফি জিতেছিল ২০০৮ সালে ইংলিশ লিগ কাপে চ্যাম্পিয়ন হয়ে।
টটেনহামের দায়িত্ব নেওয়ার পর অ্যাঞ্জ পোস্তেকোগলু জানিয়েছিলেন, তিনি সাধারণত কোনো দলের কোচ হিসেবে নিজের দ্বিতীয় মৌসুমে ট্রফি জেতেন। ধারা বজায় রেখে টটেনহামকে তিনি তাঁর দ্বিতীয় মৌসুমে শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছেন।
টটেনহাম অধিনায়ক সন হিউং-মিনও পেশাদার ক্যারিয়ারের নিজের প্রথম ট্রফি এই মৌসুমেই জিতেছেন।
অথচ এই টটেনহামই প্রিমিয়ার লিগ শেষ করেছে পয়েন্ট তালিকার অবনমন অঞ্চল থেকে মাত্র এক ধাপ ওপরে (১৭তম) থেকে। লিগে এতটা বাজে পারফর্ম করা কোনো দলের ইউরোপীয় শিরোপা জয়ের ঘটনা এবারই প্রথম।
ম্যানচেস্টার ইউনাইটেডের ‘হরর শো’
প্রিমিয়ার লিগের ২০২৪–২৫ মৌসুম শেষ হওয়ায় সবচেয়ে বেশি স্বস্তির নিশ্বাস বোধ হয় ফেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা। ৩৮ ম্যাচে মাত্র ১১ জয়, পয়েন্ট ৪২, অবস্থান ১৫তম—লিগে এত বাজে মৌসুম কখনো পার করেনি ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে কাল মৌসুমের শেষ ম্যাচটি খেলার পর ক্লাব সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে পরের মৌসুমে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন কোচ রুবেন আমোরিম।
তাঁদের বিদায়
মৌসুম শেষে রিয়াল মাদ্রিদকে বিদায় বলে দিয়েছেন ক্লাবটির ইতিহাসের সফলতম কোচ কার্লো আনচেলত্তি। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। বায়ার লেভারকুসেনের সফলতম কোচ জাবি আলোনসোও ক্লাব ছেড়েছেন। তিনি রিয়ালে আনচেলত্তির জায়গা নিয়েছেন।
এ ছাড়া তারকা খেলোয়াড়দের মধ্যে ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা ও রিয়ালের লুকা মদরিচ ক্লাব সমর্থকদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা পেয়েছেন। ডি ব্রুইনাকে আর কখনো সিটির জার্সিতে দেখা যাবে না। তবে মদরিচ রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপ পর্যন্ত খেলবেন।
শীর্ষ পাঁচ লিগের বাইরে তারকা ফুটবলারদের মধ্যে বিদায় নিয়েছেন আনহেল দি মারিয়া। আর্জেন্টিনার সর্বজয়ী এই ফরোয়ার্ড কাল রাতে বেনফিকার হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছেন।
এল ক্লাসিকোয় বার্সার দাপট

এবারের মৌসুমে এল ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে চার ম্যাচেই হেরেছে রিয়াল মাদ্রিদ। এই চার ম্যাচে রিয়ালকে ১৬ গোল দিয়েছে বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে রিয়ালকে এর আগে এক মৌসুমে এতটা অপদস্ত হতে হয়নি।
সাফল্যের বাহক যখন পাখি
পাখিদের শান্তি ও সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। এবারের মৌসুমে পাখিরা ক্লাবগুলোর জন্য সাফল্যও বয়ে এনেছে।
লিভারপুলের প্রিমিয়ার লিগ, টটেনহামের ইউরোপা লিগ, ক্রিস্টাল প্যালেসের এফএ কাপ কিংবা নিউক্যাসলের লিগ কাপ জয়—সব ক্লাবের সঙ্গেই জড়িয়ে আছে পাখি। লিভারপুলের লোগোতে আছে লিভার বার্ড নামের পৌরাণিক এক পাখির ছবি। টটেনহামের লোগোতে বলের ওপর দাঁড়িয়ে আছে একটি মোরগ। ক্রিস্টাল প্যালেসের প্রতীক ইগল। নিউক্যাসলের লোগোতে কোনো পাখি না থাকলেও দলটির ডাকনাম ম্যাগপাই বা দোয়েল!

ইউরোপীয় ক্লাব ফুটবলে শীর্ষ পাঁচ দেশের বাইরের এক ক্লাবকেও এবার সাফল্য এনে দিয়েছে পাখি। নেদারল্যান্ডসের সেই ক্লাবের নামই গো অ্যাহেড ইগলস! দলটি এবার ডাচ কাপে চ্যাম্পিয়ন হয়েছে, যা শীর্ষ পর্যায়ের ফুটবলে ৯২ বছরের মধ্যে তাদের প্রথম শিরোপা।