অবিলম্বে ভারতের সীমান্ত হত্যা বন্ধ করা উচিত: মির্জা ফখরুল

0
4
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি সব সময়ই সীমান্ত হত্যা বন্দের দাবি জানিয়ে আসছে এবং সীমান্তহত্যা কখনই মেনে নেওয়ার নয় বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সব সময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি এবং আমরা মনে করি, ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত।
 
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ব্যক্তিগত সফরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
 
বিএনপির মহাসচিব বলেন, আমাদের এখন মুক্তির আবেগ। আমরা একটা ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছি। সেই সঙ্গে গণতন্ত্রের জন্য কাজ করছি। সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছি সব সময়ই।
 
সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.