অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে: ড. দেবপ্রিয়

0
3
সিপিডির সম্মানী ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য

শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অবিবেচকের মতো ভ্যাট হার বাড়ানো হয়েছে। এতে সামাজিক সুরক্ষায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও ‘অর্থনৈতিক শ্বেতপত্র, সংস্কার ও বাজেট’ বিষয়ক সংলাপে তিনি এ অভিমত তুলে ধরেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অনেকে শ্বেতপত্রের ভুল ব্যাখ্যা করছেন। সুপারিশ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চিত বক্তব্য দিয়েছেন সরকারের ভেতরের অনেকে। প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক খাতে সরকার মনোযোগ দিলেও অর্থনৈতিক সংস্কারে রয়েছে মনোযোগের অভাব।

তিনি আরও বলেন, প্রবৃদ্ধির হার কমছে। এটা যে বাড়বে, তারও কোনো সম্ভাবনা নেই। এর মাঝেই, মধ্যমেয়াদি ফাঁদে আটকা পড়েছে দেশ। জ্বালানি নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা বলে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.