অবশেষে ভারতে শাকিবের ‘দরদ’

0
9
‘দরদ’ ছবির শুটিংয়ে শাকিব খান, ফেসবুক থেকে

মুক্তির তিন মাস পর ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘দরদ’। গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত এ সিনেমা। মুক্তির আগে একাধিকবার নির্মাতা দাবি করেন, এটি ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমা। বাংলাদেশ তো বটেই, একই দিনে ছবিটি ভারতেও বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। তবে বাস্তবে হয়েছে উল্টো। একই দিন তো দূরের কথা, মুক্তির তিন মাস পর ২৮ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

ভারতে মুক্তির খবর জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ লিখেছে, ‘খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান, আসছে ২৮ ফেব্রুয়ারি।’ তবে শুধু পশ্চিমবঙ্গ, নাকি ভারতের অন্য রাজ্যে মুক্তি পাবে ‘দরদ’ জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি।

‘দরদ’ সিনেমার গল্পে দেখা যায়, বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে—এ ঘটনা সবাইকে হতবাক করে। এসব ঘটনায় দুলু মিয়ার ওপর সন্দেহ গিয়ে পড়ে। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এ সিনেমার গল্প। এতে দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তিনি ছাড়া আরও অভিনয় করেছেন সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা।

‘দরদ’ ছবির শুটিংয়ে শাকিব খান ও সোনাল চৌহান
‘দরদ’ ছবির শুটিংয়ে শাকিব খান ও সোনাল চৌহান, ছবি : পরিচালকের সৌজন্যে

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)।

‘দরদ’ ছবির শুটিংয়ে শাকিব খান
‘দরদ’ ছবির শুটিংয়ে শাকিব খান, ফেসবুক থেকে

বিশ্বজুড়ে পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
সিনেমার সংগীত পরিচালনা করেছেন মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা ও হিন্দি সংস্করণ মিলিয়ে সিনেমায় মোট গানের সংখ্যা সাত। এর মধ্যে হিন্দি গান লিখেছেন মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা গান লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল, ইমরান মাহমুদুল, মোহাম্মদ ইরফান, নাকাশ আজিজ ও রাজ বর্মণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.