অপেক্ষা ফুরাল হ্যারি কেইনের। সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার অবশেষে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন। পেশাদার ক্যারিয়ার শুরুর ১৫ বছর পর প্রথমবার চ্যাম্পিয়ন হলো কেইনের দল। আজ ফ্রাইবুর্গ বায়ার লেভারকুসেনকে রুখে দেওয়াতেই নিশ্চিত হয়েছে কেইনের দল বায়ার্ন মিউনিখই চ্যাম্পিয়ন বুন্দেসলিগায়। ৩৪ ম্যাচের লিগে ৩২ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৭৬, সমান ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৬৮।
কেইনরা শিরোপা-উৎসবে মাততে পারতেন গতকালই। কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে লাইপজিগের সঙ্গে ড্র করে সেই সুযোগ হারায় বায়ার্ন। তবে আজ নিকট প্রতিদ্বন্দ্বী লেভারকুসেন ফ্রাইবুর্গের সঙ্গে ২-২ গোলে ড্র করেই বায়ার্নের হাতে ৩৪তম বুন্দেসলিগা শিরোপা তুলে দিল। সর্বশেষ ১৩ মৌসুমে যা ৩৪ বার চ্যাম্পিয়নদের ১২তম শিরোপা। টানা ১১ বার চ্যাম্পিয়ন হওয়ার পর গত মৌসুমে লেভারকুসেনের কাছেই শিরোপা খুইয়েছিল বাভারিয়ান পরাশক্তিরা। কেইন বায়ার্নে নাম লিখিয়েছিলেন সেই মৌসুমেই।

২০২৩-২৪ মৌসুমে বায়ার্ন জিততে পারেনি একটি শিরোপাও। হ্যারি কেইন তাঁর দুর্ভাগ্য বায়ার্নেও বয়ে নিয়ে গেলেন কি না, এ নিয়ে কথা কম হয়নি সে সময়। অবশেষে সেই ‘কুফা’ কাটল কেইনের। ইংলিশ ক্লাব টটেনহাম থেকে বায়ার্নে আসার দ্বিতীয় মৌসুমে জিতলেন পেশাদার ক্যারিয়ারের প্রথম শিরোপা। এর আগে ইংল্যান্ড জাতীয় দল, টটেনহাম ও বায়ার্নের হয়ে তাঁর সর্বোচ্চ অর্জন ছিল রানার্সআপ হওয়া।
গতকাল শেষ মুহূর্তের গোল খেয়ে ম্যাচ ড্র করে শিরোপা নিশ্চিত করার সুযোগ হারানোর পর বায়ার্ন তারকা টমাস মুলার ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘পরের সপ্তাহে, হ্যারি!’
তবে অত দিন অপেক্ষা করতে হলো না গোল মেশিন কেইনকে। পরের দিনই লেভারকুসেন সুযোগ করে দিল কেইনদের উৎসব করার।