ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে উৎসব করা হলো না ন্যাপোলির। গতকাল নিজ শহরে সালেরনিতানার বিপক্ষে জিতলেই ৩৩ বছর পর লিগ শিরোপা ঘরে উঠত তাদের। কিন্তু ১-১ গোলে ড্র করায় অপেক্ষা বেড়েছে ন্যাপোলির।
অবশ্য আগামী ছয় ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই হবে। এর মধ্যে আগামী বৃহস্পতিবার উদিনিজের বিপক্ষে ড্র করলেই ‘স্কুদেত্তো’ জিতবে তারা। তবে ম্যাচটি প্রতিপক্ষের মাঠে বলেই সেদিন হয়তো জাঁকজমকভাবে উৎসব করা হবে না ফুটবলপাগল শহরটির।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ল্যাজিওকে ৩-১ গোলে হারিয়ে ন্যাপোলির জন্য মঞ্চটা তৈরি করে দিয়েছিল ইন্টার মিলান। সালেরনিতানাকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যেত ন্যাপোলি।
৬২ মিনিটে ম্যাথিয়াস অলিভেরার গোলে তারা এগিয়ে যাওয়ার পর গ্যালারি হয়ে উঠেছিল নীল সমুদ্র। পুরো শহর রাস্তায় নেমে এসেছিল, আতশবাজি পুড়িয়ে উৎসব শুরু করে দিয়েছিল তারা। কিন্তু ৮৪ মিনিটে সালেরনিতানা গোল শোধ করে দেওয়ায় থেমে যায় সে উৎসব।