অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেফতার আরও ৪৯২

0
8
অপারেশন ডেভিল হান্ট

যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৪৯২ জনকে গ্রেফতার হয়েছেন। পাশাপাশি অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত একহাজার ২৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর। এতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দুইটি দেশীয় পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ এবং একটি করে চাপাতি ও রামদা উদ্ধার করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ছয় হাজার আটশত উনপঞ্চাশ জন গ্রেফতার হয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।

এ ঘটনার পরই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক এই অভিযান শুরু হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.