আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়, অপকর্মের জন্য বিএনপিই সঙ্গী খুঁজে বেড়াচ্ছে। তিনি বলেন, দেশে নির্বাচনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, বিক্ষিপ্ত বোমাবাজি করে এই গণজোয়ার বন্ধ করা যাবে না।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়র (ঢাবি) মিলন চত্বরে শহীদ ডা. আলম খান মিলন দিবসের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে দিনটি উপলক্ষে শহীদ চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানানো হয় সহযোগী সংগঠনের পক্ষ থেকেও।
স্বতন্ত্র প্রার্থীর অনুমতির নিয়ে এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এটা দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত।
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ তাদের জোটভুক্ত ও সমমনা দলগুলো তপশিলকে স্বাগত জানালেও বিএনপি এবং তাদের জোট ও আন্দোলনের শরিক দলগুলো এই তপশিল প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। ৫ জানুয়ারি প্রচার শেষ করে ৭ জানুয়ারি ভোট।

















