অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ফাইনালে উঠতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

0
10
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানকে ১১৬ রানে বেঁধে দিল বাংলাদেশ।
 
শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় জুনিয়র টাইগাররা। শুরুতেই বাংলাদেশের বাঁহাতি পেসার মারুফ মৃধার জোড়া আঘাতে লণ্ডভণ্ড হয় পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। প্রথম ওভারেই দলীয় ২ রানে পাকিস্তান ওপেনার ওসমান খাঁনকে রানের খাতায় কিছু লেখার আগেই সাজঘরে পাঠান তিনি। আর দলীয় ৭ রানে আরেক ওপেনার শাহজিব খাঁনকেও একইভাবে সাজঘরে ফেরান মারুফ।
 
পরে ডানহাতি মিডিয়াম পেসার ইকবাল হোসেন ইমনের আঘাতে অধিনায়ক সাদ বেগ ব্যক্তিগত ১৮ রান নিয়ে সাজঘরে ফিরে যান। টু ডাউনে নামা মুহাম্মদ রিয়াজউল্লাকে সঙ্গ দেওয়া নাভিদ খাঁন, দলীয় ৫৩ রানে রান আউটের ফাঁদে প্যাভিলিওনে ফিরে যান। ক্রিজে থিতু হতে থাকা রিয়াজউল্লাকে ফেরান ইকবাল, দলীয় ৭৪ রানে। পাকিস্তান স্কোরবোর্ডে ৫ রান যোগ করতেই ৭৯ রানে হারুন আরশাদকে বোল্ড করে সাজঘরে ফেরান আল ফাহাদ।
 
দেবাশীষ দেবার বলে পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করা ফারহান ইউসুফ ফেরার সময় দলীয় স্কোর বোর্ডে ৭ উইকেটে ১১৩ রান। দলীয় ১১৬ রানে ওমর জাইব রান আউট হয়ে সাজঘরে ফেরার পর ইকবালের জোড়া আঘাতে শূণ্য হাতে ফেরেন পাকিস্তানের আরো দুই ব্যাটার আব্দুল সোবহান ও আলী রেজা। ৮ রানে অপরাজিত ছিলেন ফাহাম উল হক। ৩৭ ওভারেই ১১৬ রানে থেমে যায় পাকিস্তান যুবাদের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ইকবাল। দুটি উইকেট নেন মারুফ ও একটি করে উইকেট নেন দেবাশীষ দেবা ও আল ফাহাদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.