যুগ্ম সচিব পদে ২২১ কর্মকর্তার পদোন্নতি

0
115
জনপ্রশাসন মন্ত্রণালয়

যুগ্ম সচিব পদে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। ২২১ জন উপসচিব ও সমপদমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। আজ সোমবার রাতে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

২২১ জনের মধ্যে ৬ জন কর্মকর্তা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে কর্মরত।

সর্বশেষ গত বছরের নভেম্বরে ১৭৫ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছিল। প্রশাসনে যুগ্ম সচিবের পদ ৫০২টি। এই পদে এখন কর্মরত ৭২৫ জন। নতুন পদোন্নতির পর যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়াল ৯৪৬–এ।

জনপ্রশাসনে এখন এমন আলোচনা আছে, পদায়নের ক্ষেত্রে কোনো কর্মকর্তা কবে তথা কোন আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, চাকরিজীবনে এর আগে কোথায় কোথায় পদায়ন হয়েছে—এসব বিবেচনায় নেওয়া হয়।

জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে পর্যাপ্ত পদ ছাড়াই নির্বাচনের আগে কর্মকর্তাদের খুশি করতে ঢালাও পদোন্নতি দেওয়ার ফলে জনপ্রশাসনের আদর্শ কাঠামো তো ভাঙছেই, উল্টো একধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। কারণ, পদোন্নতি পেলেও অধিকাংশ কর্মকর্তা পদোন্নতি পাওয়া পদে চাকরি করতে পারছেন না। কাজ করতে হচ্ছে এক বা ক্ষেত্রবিশেষে দুই স্তর নিচের পদে। এতে ব্যক্তি লাভবান হলেও পুরো জনপ্রশাসনের ক্ষতি হচ্ছে।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.