অডিশনে ডেকে হোটেল রুমের দরজা বন্ধ করে দেন পরিচালক

0
10
জেসমিন বাসিন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অডিশনের নাম করে হয়রানির শিকার হওয়ার কথা ভাগাভাগি করেছেন অনেক অভিনয়শিল্পী। এবার নিজের অভিজ্ঞতার কথা জানালেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় তারকা জেসমিন বাসিন।

‘দিল সে দিল তাক’, ‘নাগিন ৪’ দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে ঘটে যাওয়া এক ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। দ্য হিমাংশু মেহতা শোতে দেওয়া সাক্ষাৎকারে জেসমিন জানান, অডিশনের সময় এক পরিচালক তাঁর সঙ্গে সীমা লঙ্ঘন করেছিলেন।

জেসমিন বাসিন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

জেসমিন বলেন, ‘অডিশনের জন্য আমি বম্বে এসেছিলাম। জুহুর এক হোটেলে মিটিং ছিল। লবিতে অনেকে অপেক্ষা করছিলেন, শুটিং টিমেরও কয়েকজন ছিলেন। সবাই একে একে ভেতরে যাচ্ছিল। আমার পালা এলে দেখি, এক ব্যক্তি হাতে পানীয় নিয়ে বসে আছেন। তিনি আমাকে অডিশন দিতে বললেন। তখনই ভয় পেয়ে যাই।’

এরপর পরিচালক তাঁকে একটি দৃশ্য করতে বলেন। জেসমিন জানালেন, ‘তিনি বললেন, “তোমার প্রেমিক চলে যাচ্ছে, তোমাকে তাঁকে থামাতে হবে।”

জেসমিন বাসিন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

আমি বললাম, ঠিক আছে স্যার, প্রস্তুতি নিয়ে কাল আসব। কিন্তু তিনি বললেন, “না, এখনই করতে হবে।” আমি চেষ্টা করলাম। কিন্তু তিনি বললেন, “না, এভাবে নয়…” তারপর দরজা বন্ধ করে দিলেন। তিনি অন্য কিছু করতে চাইছিলেন। আমি বুদ্ধি খাটিয়ে সেখান থেকে পালিয়ে যাই।’

সেদিনই জেসমিন সিদ্ধান্ত নেন, জীবনে আর কোনো মিটিং হোটেল রুমে করবেন না। তবে সাক্ষাৎকারে সেই পরিচালকের নাম বলেননি অভিনেত্রী।

জেসমিন বাসিন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

টেলিভিশনের পাশাপাশি জেসমিন পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন। সম্প্রতি তিনি করণ জোহরের রিয়্যালিটি গেম শো ‘দ্য ট্রেইটর্স’-এ অংশ নেন, যেখানে ছিলেন মাহিপ কাপুর, জান্নাত জুবাইর, উরফি জাভেদ, আশিস বিদ্যার্থীসহ অনেকে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.