এএফসির বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া

0
109
এশিয়ান ফুটবল কাউন্সিলের (এএফসি) অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্ট

এশিয়ান ফুটবল কাউন্সিলের (এএফসি) অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টের বাছাইয়ের জন্য দ্বিতীয় পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এএফসির সদরদপ্তর মালয়েশিয়ায় এই ড্র অনুষ্ঠিত হয়।

গ্রুপ-বি’তে পড়েছে বাংলাদেশের মেয়েরা। যেখানে লাল-সবুজদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইন। ‘এ’ গ্রুপে ঠাঁই হয়েছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইরান ও ভারতের। ড্র অনুষ্ঠিত হলেও দুই গ্রুপের স্বাগতিক দল এখনও নির্ধারিত হয়নি।

দ্বিতীয় ধাপের বাছাইয়ে দুই সেরা ও রানার্সআপ মিলিয়ে চার দল পাবে ২০২৪ সালে ইন্দোনেশিয়াতে হতে যাওয়া মূল পর্বের টিকেট। আগামী ১৬-২৪ সেপ্টেম্বর খেলাগুলো হবে। বাছাইয়ে এই ধাপের সেরা দুদল ইন্দোনেশিয়ায় মূল আসরে খেলার টিকিট পাবে।

এর আগে, গ্রুপসেরা হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ধাপ অতিক্রম করেছে বাংলাদেশ। যেখানে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে এবং সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করে লাল-সবুজের দলটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.