অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ

0
20
শেখ হাসিনা

অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) টাস্কফোর্স। মঙ্গলবার (২৫ নভেম্ভর) রাতে সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর দিলকুশার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থেকে এই লকার দুটি জব্দ করে এনবিআরে কেন্দ্রীয় গোয়েন্দা সেল। এনবিআর তখন জানায়, কর ফাঁকির বিষয়টি খতিয়ে দেখতে এই দুটি লকার জব্দ করা হয়েছে। লকারের দুটির নম্বর হলো ৭৫১ ও ৭৫৩।

এছাড়া, গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা শেখ হাসিনার একটি লকার জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। লকারটির নম্বর ১২৮।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.