ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী নির্ধারিত সময়ের ৫ ঘণ্টা পর ভৈরব স্টেশন ছেড়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন আসার পর রোববার দুপুর ২টা ৩৫ মিনিটে ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
ভৈরবের স্টেশনের মাস্টার মো. ইউসুফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকল্প ইঞ্জিন আসার পর ৫ ঘন্টা ৯ মিনিট বিলম্বে ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশে ভৈরব ছেড়েছে। লাইনচ্যুত ইঞ্জিনটিও বিকেলে উদ্ধার করা হয়।
আজ সকাল ৯টা ২৬ মিনিট এগারসিন্দুর প্রভাতীর ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে ভৈরব স্টেশনে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ট্রেনটি আটকা পড়ে। এতে শত শত যাত্রীকে চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হয়।
স্টেশন মাস্টার জানান, ট্রেনটি ঢাকা থেকে আজ সকালে ভৈরব জংশন স্টেশনে আসে। সকাল পৌনে ১০টার দিকে ইঞ্জিন খুলে কিশোরগঞ্জের দিকে ঘোরানোর সময় এটি লাইনচ্যুত হয়। তবে এতে ট্রেনের বগি বা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। এ ছাড়া উভয় দিকে সকল লাইন চালু ছিল। অন্যান্য সকল ট্রেন নির্বিঘ্নে চলাচল করেছে।
কিশোরগঞ্জের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনটি কিশোরগঞ্জে আসার পর বেলা ১২টা ৫০ মিনিটে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ট্রেনটির যাত্রা প্রায় ৫ ঘণ্টা বিলম্বিত হয়েছে।