৪৯ ইনিংসে ছক্কার সেঞ্চুরি, তবু দুইয়ে সূর্যকুমার

0
188
সূর্যকুমার যাদব, ছবি: টুইটার

টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের মাঠে নামা মানেই যেন নতুন নতুন কীর্তি। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ৪৪ বলে খেলা ৮৩ রানের ইনিংসে সিরিজে ফিরেছে ভারত। ইনিংসে ১০টি চার ও ৪টি ছক্কা মেরেছেন সূর্যকুমার।

এই ৪ ছক্কা রেকর্ড বইয়ে তুলেছে সূর্যের নাম। ভারতের হয়ে সবচেয়ে কম ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কার মাইলফলক ছোঁয়ার রেকর্ড এখন তাঁর। ভারতের হয়ে দ্রুততম হলেও সব দল মিলিয়ে সূর্য দ্রুততম নন। দ্রুততম ১০০ ছক্কা মারার তালিকায় সূর্যের স্থান যৌথভাবে দ্বিতীয়। টি-টোয়েন্টির মহাতারকা ক্রিস গেইল ও সূর্য দুজনই ১০০ ছক্কা ছুঁয়েছেন ৪৯ ইনিংসে।

ছক্কার সেঞ্চুরিতে দ্রুততম কে? ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। মাত্র ৪২ ইনিংস খেলেই ছক্কার সেঞ্চুরি করেছিলেন এই ওপেনার। তালিকার ৩ নম্বরে যিনি আছেন, তিনিও একজন বাঁহাতি—নিউজিল্যান্ডের কলিন মানরো। তাঁর লেগেছিল ৫৭ ইনিংস। তালিকায় এর পরের নামটা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ৭০ ইনিংসে ১০০ ছক্কার ক্লাবে ঢুকেছিলেন ফিঞ্চ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরিতে দ্রুততম

ইনিংস নাম দেশ
৪২ এভিন লুইস ওয়েস্ট ইন্ডিজ
৪৯ ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ
৪৯ সূর্যকুমার যাদব ভারত
৫৭ কলিন মানরো নিউজিল্যান্ড
৭০ অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়া

রোহিত শর্মা ও বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় হিসেবে ১০০ ছক্কার ক্লাবে সূর্য। আর সব মিলিয়ে সূর্যকুমার ১৪তম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের মালিক ভারতীয় অধিনায়ক রোহিত।

১৪০ ইনিংসে রোহিত ছক্কা মেরেছেন ১৮২টি। এর পরের নামটা মার্টিন গাপটিলের। নিউজিল্যান্ডের এই ওপেনারের ছক্কা ১৭৩টি। এই কীর্তি গড়তে তাঁর লেগেছে ১২২ ইনিংস। দ্রুততম ছক্কার সেঞ্চুরি করা লুইস সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় আছেন নবম স্থানে। ৫২ ইনিংসে এই বাঁহাতির ছক্কা ১১১টি। ভারতের কোহলির ছক্কা ১১৭টি, তাঁর ইনিংস লেগেছে ১০৭টি।

মাত্র ৪২ ইনিংস খেলেই ছক্কার সেঞ্চুরি করেছিলেন এভিন লুইস
মাত্র ৪২ ইনিংস খেলেই ছক্কার সেঞ্চুরি করেছিলেন এভিন লুইস, ছবি: এএফপি

গতকাল টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ বারের মতো ম্যাচসেরা হয়েছেন সূর্য। মাত্র ৫১ ম্যাচ খেলেই ১২ বার ম্যাচসেরা হয়েছেন এই ব্যাটসম্যান। যেখানে ভারতের সর্বোচ্চ ১৫ বার ম্যাচসেরা হতে কোহলির লেগেছে ১১৫ ম্যাচ। রোহিত ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ১১ বার, ভারতীয় অধিনায়কের লেগেছে ১৪৮ ম্যাচ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.