৪৭তম বিসিএসের জন্য ঢাকায় ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

0
12

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) পরীক্ষা। এর মধ্যে ঢাকার ১১৩টি পরীক্ষা কেন্দ্রের ভেতরের ও বাইরের আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১২০ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করেছে সরকার।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা ঢাকার ১১৩টি পরীক্ষার হলে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরের ও বাইরের আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ১১৩টি পরীক্ষার হলের প্রতিটির জন্য একজন করে ১১৩ জন এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোলরুমের দায়িত্ব পালনের জন্য সাতজনসহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১২০ জন কর্মকর্তাকে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে মোবাইল কোর্ট আইন মোতাবেক পরীক্ষাকেন্দ্রে বা অধিক্ষেত্রে এবং সময়কালে ক্ষমতা অর্পণ করে নিয়োগ করা হলো।

এতে আরও বলা হয়, ঢাকার কেন্দ্রগুলোর জন্য নিয়োগ করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে আগামী ১৯ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ে রিপোর্ট করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.