৪৩ বছর ধরে ম্যাচ করা পোশাক পরছেন যে দম্পতি

0
203
ইন্টারনেটে ‘বনপন’ নামে পরিচিত হলেও এটি তাঁদের আসল নাম নয়। এই দম্পতির আসল নাম তোসুয়োসি ও তোমি সুকি। নিজেদের ডাকনাম দিয়েই ইন্টারনেটে পরিচিতি পেয়েছেন দুজন

কোথাও ঘুরতে গেলে বা বাইরে বের হলে একই রঙের পোশাক পরতে কার না ভালো লাগে? বিশেষ করে নতুন দম্পতিদের মধ্যে এই অভ্যাস বেশি দেখা যায়। কিন্তু এমনও এক দম্পতি আছেন, যাঁরা ৪৩ বছর ধরে একই ডিজাইনের পোশাক পরছেন। বলছি জাপানিজ দম্পতি ‘বনপন’-এর কথা। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তাঁদের যাত্রা…

১৯৮০ সালের ১১ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন তোসুয়োসি ও তোমি সুকি জুটি
১৯৮০ সালের ১১ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন তোসুয়োসি ও তোমি সুকি জুটি

বিয়ের কিছুদিন পর থেকেই একই ডিজাইনের পোশাক পরা শুরু করেন তাঁরা
বিয়ের কিছুদিন পর থেকেই একই ডিজাইনের পোশাক পরা শুরু করেন তাঁরা

প্রথম প্রথম শুধু সপ্তাহান্তে একই রকম পোশাক পরে বাইরে বের হতেন দুজন। স্বামীর অবসরের পর প্রায় প্রতিদিনই একই ডিজাইনের জামা পরে বের হতে শুরু করেন
প্রথম প্রথম শুধু সপ্তাহান্তে একই রকম পোশাক পরে বাইরে বের হতেন দুজন। স্বামীর অবসরের পর প্রায় প্রতিদিনই একই ডিজাইনের জামা পরে বের হতে শুরু করেন

প্রায় সাত বছর আগে এই দম্পতির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তাঁদের মেয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ছবি
প্রায় সাত বছর আগে এই দম্পতির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তাঁদের মেয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ছবি

এরপর মেয়ের অনুরোধেই একত্রে ইনস্টাগ্রাম আইডি খোলেন দুজন
এরপর মেয়ের অনুরোধেই একত্রে ইনস্টাগ্রাম আইডি খোলেন দুজন

দুজনের ডাকনাম (বন ও পন) দিয়ে তৈরি করা হয়েছে তাঁদের আইডির নাম। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে তাঁদের বিয়ের তারিখ
দুজনের ডাকনাম (বন ও পন) দিয়ে তৈরি করা হয়েছে তাঁদের আইডির নাম। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে তাঁদের বিয়ের তারিখ

প্রথম প্রথম স্বামীর সঙ্গে একই ডিজাইনের পোশাক পরতে বেশ লজ্জা পেতেন তোমি সুকি। কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিয়েছেন
প্রথম প্রথম স্বামীর সঙ্গে একই ডিজাইনের পোশাক পরতে বেশ লজ্জা পেতেন তোমি সুকি। কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিয়েছেনদামি কোনো ব্র্যান্ডের পোশাক তাঁদের পছন্দ নয়; বরং বেছে বেছে এমন পোশাকই পরেন, যা চাইলেই কেউ কিনতে পারেন

দামি কোনো ব্র্যান্ডের পোশাক তাঁদের পছন্দ নয়; বরং বেছে বেছে এমন পোশাকই পরেন, যা চাইলেই কেউ কিনতে পারেন

বর্তমানে তাঁদের ইনস্টাগ্রাম পেজে অনুসারীর সংখ্যা প্রায় ৯ লাখ
বর্তমানে তাঁদের ইনস্টাগ্রাম পেজে অনুসারীর সংখ্যা প্রায় ৯ লাখ

স্বামী তোসুয়োসি তাঁর অবসরে একটি বইও লিখেছেন
স্বামী তোসুয়োসি তাঁর অবসরে একটি বইও লিখেছেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.