৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে মানববন্ধন

0
145
৪৩তম বিসিএস ফলপ্রত্যাশী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন। ঢাকা, ২৩ ডিসেম্বর, ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএসের নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিল এবং ক্যাডার ও নন-ক্যাডার ফল আলাদা প্রকাশ করে পর্যাপ্ত সময় নিয়ে নতুন নন-ক্যাডার বিজ্ঞপ্তির দাবিতে মানববন্ধন করেছেন ফলপ্রত্যাশীরা। আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ৪৩তম বিসিএস ফলপ্রত্যাশীরা এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে ফলপ্রত্যাশী এসব শিক্ষার্থী ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের পছন্দ তালিকা (চয়েস লিস্ট) বাতিল করে বেশিসংখ্যক প্রার্থীর চাকরির সুপারিশের ব্যবস্থা করা এবং একই সঙ্গে আগের বিসিএসের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈষম্য হ্রাস করার দাবিও জানান

মানববন্ধনে ফলপ্রত্যাশীরা অভিযোগ করেন, ক্যাডার ও নন-ক্যাডার ফলাফল একসঙ্গে দেওয়ার কোনো বিধি নেই। এরপরও সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএসে তড়িঘড়ি করে একসঙ্গে ফলাফল প্রকাশের ঘোষণা দিয়েছে। এতে সময়স্বল্পতায় নন-ক্যাডার পদের সংখ্যা অন্য বিসিএসের তুলনায় অনেক কমে গেছে।

ফলপ্রত্যাশীরা বলেন, ‘৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তির সময় এ ধরনের কোনো ঘোষণা না থাকায় আমরা একটা স্বপ্ন নিয়ে এগিয়েছি। সেখানে দীর্ঘ তিন বছর পর নন-ক্যাডারে এত কম পদ দেখে আমাদের ওপর “বিনা মেঘে বজ্রপাত”-এর মতোই অবস্থা হয়েছে।’

ফলপ্রত্যাশীরা আরও বলেন, ‘যে বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডারের ফলাফল একসঙ্গে প্রকাশের ঘোষণা হয়েছে, সে বিসিএস থেকেই তা কার্যকর করা হোক। এ দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.