৪০তম বিসিএসের ৪ এএসপি চাকরি ছাড়লেন

0
228
সরকার
৪০তম বিসিএসের পুলিশ ক্যাডারের চারজন সহকারী পুলিশ সুপার (এএসপি) চাকরি ছেড়েছেন। তাঁরা হলেন মো. মেহেদী হাছান পাটোয়ারী, মো. ঝন্টু আলী, তাসওয়ার তানজামুল হক ও আমিনুল ইসলাম। তাঁরা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন। চার এএসপির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
 
প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তা কেন চাকরি ছেড়েছেন, তার কারণ জানানো হয়নি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চার পুলিশ কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।
 
এর আগে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে প্রথম শ্রেণির ৫৭ কর্মকর্তা চাকরি ছেড়ে দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.