৩ মাসে সচিব পদে ৭৬৮ কর্মকর্তাকে পদোন্নতি

0
17
জনপ্রশাসন মন্ত্রণালয়
অন্তর্বর্তীকালীন সরকারের বিগত তিন মাসে (আগস্ট-অক্টোবর) সহকারী সচিব থেকে সচিব পদে ৭৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
 
রোববার (১৭ নভেম্বর) বিগত তিন মাসের উল্লেখযোগ্য কার্যক্রম সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
 
প্রতিবেদন অনুযায়ী, বিগত তিন মাসে (আগস্ট-অক্টোবর) সিনিয়র সচিব-সচিব পদে ১২ জন, গ্রেড-১ পদে ৩ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৫ জন, যুগ্মসচিব পদে ২২৬ জন, উপসচিব পদে ১২৫ জন, অন্যান্য ক্যাডারে ২২১ জন, সিনিয়র সহকারী সচিব (নন-ক্যাডার) পদে ৯ জন এবং সহকারী সচিব (নন-ক্যাডার) পদে ৩৭ জনসহ সর্বমোট ৭৬৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
 
এ সময়ে সিনিয়র সচিব ও সচিব পদে ৪৩ জন, গ্রেড-১ পদে ১১ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৭ জন, যুগ্মসচিব পদে ১৭৩ জন, উপসচিব পদে ৩৯১ জন, বিভাগীয় কমিশনার ৪ জন; অতিরিক্ত বিভাগীয় কমিশনার ৩ জন; জেলা প্রশাসক ৫৯ জন, অতিরিক্ত জেলা প্রশাসক ১১৮ জন, উপজেলা নির্বাহী অফিসার পদে ১৬৫ জন, সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব পদে ৪১৪ জন, সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার ৮৩ জন, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ১২৬ জন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা ও মেরিন সেফটি অফিসার ৩৯ জন, উপপরিচালক ও পরিচালক (স্থানীয় সরকার) ১৮ জন, জেলা পরিষদের প্রধান নির্বাহী ও নির্বাহী ৩০ জন, জোনাল সেটেলমেন্ট অফিসার ১৮ জন, চার্জ অফিসার ৬ জন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ১৯ জন, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ৩ জন এবং অন্যান্য ১০ জনসহ মোট ১ হাজার ৮৭০ জনকে বদলি করা হয়েছে।
 
এ তিন মাসে ৪ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 
প্রতিবেদনে আরও জানানো হয়, সহকারী সচিব থেকে সিনিয়র সচিব ও সচিব পর্যায় পর্যন্ত ৮০ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ সময়ে ১০১ জন কর্মকর্তার চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ৬৫ জনকে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে (যেমন- রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত নিয়োগ, বিভিন্ন সংস্থার চেয়ারম্যান, হাসপাতালের ডাক্তার, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ইত্যাদি)।
 
এ ছাড়া, ৭ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.