৩৭তম বিসিএসে নিয়োগ পেলেন আরও ১১৩ জন

0
652

৩৭তম বিসিএসের নন ক্যাডার থেকে আরও ১১৩ জন নিয়োগ পেলেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এক সভা শেষ এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।

পিএসসি সূত্র জানায়, আজ ১৫ জনকে প্রথম শ্রেণির উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা পদে নিয়োগ করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ৯৮ জনকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের সিদ্ধান্ত হয়। দ্বিতীয় শ্রেণির পদে আছে সহকারী খাদ্য পরিদর্শক, সহকারী তথ্য কর্মকর্তা, সাইফার, প্রটোকল অফিসারসহ আরও কিছু পদ।

এ নিয়ে এই বিসিএসে থেকে ৬৯২ জনকে প্রথম শ্রেণিতে ও ৯৮ জনকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দেওয়া হল। কমিশন জানায় এ নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে।

৩৭ তম বিসিএসে ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়। পদ পাওয়া সাপেক্ষে তাঁদের নিয়োগ দেওয়া হবে বলে পিএসসি সূত্র জানিয়েছে।

৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হলেও বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.