২ শিশুকে বাঁচালেন কনস্টেবল

0
690
বেঁচে যাওয়া ২ শিশুসহ কনস্টেবল।

ভারতের গুজরাটে বন্যার পানি উঠেছে কোমর সমান উচ্চতায়। সবকিছুই তলিয়ে গেছে পানিতে। আর এরকম পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে দেড় কিলোমিটার পাড়ি দিয়ে দুই শিশুকে বাঁচিয়েছেন এক পুলিশ কনস্টেবল। তার নাম প্রুথবিরাজ সিং জাদেজা।

ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজধানাী আহমেদাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে মোরবি জেলার বন্যাকবলিত গ্রাম কল্যাণপুরে।

কনস্টেবলের এমন সাহসিকতার  ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা গেছে, বন্যার পানির প্রবল স্রোত উপেক্ষা করে নিজের দুই কাঁধে দুই কন্যাশিশুকে বসিয়ে হেঁটে যাচ্ছেন পুলিশের পোশাক পরা প্রুথবিরাজ। শিশু দুটিকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে দেড় কিলোমিটার পথ হেঁটেছেন তিনি।

কনস্টেবেল প্রুথবিরাজ সিং জাদেজার এই সাহসিকতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যরা তাকে কুর্নিশ জানিয়েছেন। তার সাহসের প্রশংসা করে ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘কী দারুণ ও মন ছুঁয়ে যাওয়া এক ভিডিও! বন্যার পানির মধ্যে দুটি শিশুকে কাঁধে বসিয়ে দেড় কিলোমিটার হেঁটে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছেন প্রুথবিরাজ। তার এই অনবদ্য আত্মত্যাগ ও সাহসিকতাকে টুপি খোলা অভিনন্দন।’

গত ২৪ ঘণ্টায় অতি বর্ষণে গুজরাটে মৃত্যু হয়েছে ১১ জনের। এরইমধ্যে ৬ হাজার মানুষকে বন্যাবিধ্বস্ত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.