২৭৮টি জায়গায় হিন্দুদের ওপর হামলা, হুমকি: হিন্দু মহাজোট

0
68
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হামলা হুমকির তথ্য তুলে ধরে, ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৪৮টি জেলার ২৭৮টি জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে ও হুমকি এসেছে। আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এমন তথ্য তুলে ধরেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে। এ সময় তিনি সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত করা, সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন গঠন, সরকারি খরচে বসতবাড়ি ও মন্দির পুনঃস্থাপন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে দোষীদের শাস্তি নিশ্চিত করা ও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা, ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবেদন প্রকাশ করা, দুর্গাপূজায় ৩ দিন ছুটি দেওয়া এবং সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.