রাজবন বিহারে ২৫ ডিসেম্বর ৩৭তম সার্বজনিন মহাসংঘ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মহাপূণ্যানুষ্ঠানটি আয়োজন করেন সাধনানন্দ মহাস্থবির বনভন্তের প্রধান উপাসিকা ও একান্ত সেবিকা শ্রদ্ধাবতি রুচিরামা(সমীরা দেওয়ান)।
পার্বত্য অঞ্চলে বিরাজমান পরিস্থিতিতে ১৯৮৬ সালে বিভিন্ন হত্যাকান্ড সংগঠিত হয়ে। সে সময় এই শ্রদ্ধাবতি উপাসিকাসহ কয়েকজন মিলে সাধনানন্দ মহাস্থবির ভান্তেকে সেই সব অপমৃত্যুর জ্ঞাতিগণকে উদ্ধারের জন্য বলা হলে বনভন্তে মহাসংঘদানের অনুমোদন দেন। তখন থেকে বর্তমান সময়কাল পর্যন্ত যত জ্ঞাতিগণ মৃত্যুবরণ করেছেন তাদের উদ্ধারের জন্য এই মহাসংঘদান অনুষ্ঠান উদযাপন করা হয়।
প্রতি বছর শতাধিক ভিক্ষুসংঘকে পিন্ডদান, বুদ্ধপূজা, সীবলী পূজা, আটাশ বুদ্ধ পূজা, সংঘদান, অষ্টপরিস্কারদান, চুরাশিহাজার বাতি দান, বুদ্ধমুর্তিদান, বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্যে টাকা, মৃত সকল ব্যাক্তিদের উদ্দেশ্যে দান, সমাবেত পূণ্যার্থীদের জন্য খাবারদান, ফানুস বাতি উড়ানো, ৫০মণ পায়েচ বিতরণ ইত্যাদি দান কার্য সম্পাদন করা হয়।
সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মহাসংঘদান অনুষ্ঠান রাঙ্গামাটি রাজবন বিহারে চলমান থাকবে।