২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭১২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

0
730
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী।

মহামারী বলা যায়। রাজধানীর বাইরে দেশের ৬৪ জেলায়ও ডেঙ্গুর বিস্তার ঘটেছে। উপজেলা ছাপিয়ে গ্রামেও ছড়িয়ে পড়ছে। ডেঙ্গু নিয়ে সর্বত্রই আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবারও এক হাজার ৭১২ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ বছর সাড়ে ১৯ হাজার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এটি ১৯ বছরের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সারাদেশে ১৯ হাজার ৫১৩ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে রাজধানীতে ১৬ হাজার ৪৯ আক্রান্ত হয়েছে। এ ছাড়া সারাদেশে আরও তিন হাজার ৪৬৪ জন আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, এ পর্যন্ত মাত্র ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে বিভিন্ন হাসপাতাল সূত্র বলছে, নতুন করে আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ৫৬ জনের মৃত্যু হলো। চলতি মাসেই আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৬১৪ জন। এটিও গত ১৯ বছরের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা।

ঢাকা বিভাগ: ঢাকা জেলায় ২২৮, গাজীপুরে ১৪০, গোপালগঞ্জে ২৮, মাদারীপুরে ৩৯, মানিকগঞ্জে ৭০, নরসিংদীতে ৪৫, রাজবাড়ীতে ৪৬, শরীয়তপুরে ২১, টাঙ্গাইলে ৭৪, মুন্সীগঞ্জে ৩১, কিশোরগঞ্জে ১৩৬, নারায়ণগঞ্জে ৫২ এবং ফরিদপুরে আটজনসহ মোট ৯১৮ জন আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম জেলায় ২৫৬, ফেনীতে ৯৫, কুমিল্লায় ৭০, চাঁদপুরে ১১৩, ব্রাহ্মণবাড়িয়ায় ৩২, লক্ষ্মীপুরে ৪২, নোয়াখালীতে ৫৩, কপবাজারে ২৭, খাগড়াছড়িতে ১২, রাঙামাটিতে ৪ এবং বান্দরবানে একজনসহ মোট ৭০৫ জন আক্রান্ত হয়েছে।

খুলনা বিভাগ: খুলনা জেলায় ২০৩, কুষ্টিয়ায় ৮৬, মাগুরায় ১৩, নড়াইলে ১১, যশোরে ১১৫, ঝিনাইদহে ৩৫, বাগেরহাটে আট, সাতক্ষীরায় ২৩, চুয়াডাঙ্গায় ১৩ ও মেহেরপুরে পাঁচজনসহ মোট ৫১২ জন আক্রান্ত হয়েছে।

রাজশাহী বিভাগ: রাজশাহী জেলায় ৯২, বগুড়ায় ১৫২, পাবনায় ৫০, সিরাজগঞ্জে ৫৭, নওগাঁয় ১৫, চাঁপাইনবাবগঞ্জে ২০, নাটোরে সাত ও জয়পুরহাটে চারজনসহ মোট ৩৯৭ জন আক্রান্ত হয়েছে।

রংপুর বিভাগ: রংপুর জেলায় ৮৫, লালমনিরহাটে ৪, কুড়িগ্রামে ১৭, গাইবান্ধায় ৭, নীলফামারীতে ৯, দিনাজপুরে ৪৩, পঞ্চগড়ে দুই, ঠাকুরগাঁওয়ে ১৭ জনসহ মোট ২০৩ জন আক্রান্ত হয়েছে।

বরিশাল বিভাগ: বরিশাল জেলায় ১৫২, পটুয়াখালীতে ৩১, ভোলায় ১৬, পিরোজপুরে ১০, ঝালকাঠিতে ৬, বরগুনায় ৩০ জনসহ মোট ২৪৫ জন আক্রান্ত হয়েছে।

সিলেট বিভাগ: সিলেট জেলায় ১২০, সুনামগঞ্জ ৯, হবিগঞ্জে ১৫, মৌলভীবাজারে ২৬ জনসহ মোট ১৬৬ জন আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ জেলায় ২৩৮, জামালপুরে ৬৪, শেরপুরে ১৬, নেত্রকোনা ৮ জনসহ মোট ৩১৮ আক্রান্ত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.